“লাহোরের খাবার আমাকে হতাশ করেছে” অস্ট্রেলিয়ার পর এবার ইংল্যান্ডের মঈন আলি পাকিস্তানের খাবার নিয়ে করলো সর্বসমক্ষে ট্রোল

ইংল্যান্ডের ক্রিকেট দল প্রায় ১৭ বছর পর পাকিস্তান সফর করে এবং ৭ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে ৪-৩ সাফল্য অর্জন করেন। লাহোর সিরিজের শেষ ম্যাচে পাকিস্তানকে ৬৭ রানে হারিয়ে সিরিজ জিতে নেয় ইংল্যান্ডের দল। জস বাটলারে অনুপস্থিতিতে ম্যাচের নেতৃত্ব দেন মঈন আলী। ম্যাচ শেষে এক সাংবাদিক সম্মেলনে পাকিস্তান নিয়ে নিন্দা করেন। তিনি সর্বসম্মুখে বলেন লাহোরে খাওয়া দাওয়া একদম ভাল ছিলনা।

সিরিজের শেষ ম্যাচে জয়ের পর সংবাদ সম্মেলনে বাঁহাতি অলরাউন্ডার বলেন, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ড আমাদের দলের জন্য ভালো নিরাপত্তার ব্যবস্থা করেছিল, তিনি আমাদের প্রত্যাশার বাইরে তার দায়িত্ব পালন করেছেন। তবে আমরা লাহোরের খাবার নিয়ে একটু বেশি প্রত্যাশা করেছিলাম। যা একদমই ভালো ছিল না। কিন্তু করাছির খাবার এর থেকে ভালো ছিল। তিনি বলেছেন সব জিনিস তাঁদের ভালো লেগেছে। কিন্তু আমি খাওয়া দাওয়া নিয়ে একটু হতাশ হয়েছি।

এই বছর, ২০২২ সালের মার্চে অস্ট্রেলিয়া যখন পাকিস্তান সফর করে, তখন ক্যাঙ্গারু দল পাকিস্তানের খাবার পছন্দ করেনি।অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান মারনাস লাবুসচেন লাবুশেন তার টুইটার হ্যান্ডেলে ডাল রোটির একটি ছবি শেয়ার করার সময় লাঞ্চের দুর্দশা দেখিয়েছিলেন এবং ছবিটি শেয়ার করেছিলেন। সেই সময়েও পাকিস্তান ক্রিকেট বোর্ডকে অনেক ট্রোলড হতে হয়েছিল।

কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন এটা নাকি জেলের খাবার। এবার লাহোরের খাবারের বদনাম করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন মঈন আলি। শন টেইটও পাকিস্তান ম্যানেজমেন্টের নিন্দা করেছিলেন একই সিরিজের সময় পাকিস্তানি দলের বোলিং কোচ শন টেইটও এক সাক্ষাৎকারে পাকিস্তানকে ট্রোল করেন।

ষষ্ঠ ম্যাচে হারের পর টেইটকে সংবাদ সম্মেলনে পাঠানো হলে তিনি বলেন, যখনই ম্যাচে পাকিস্তান বাজেভাবে হেরেছে, তারা আমাকে সংবাদ সম্মেলনে পাঠায়।এর পর পাকিস্তানি মিডিয়া কোঅর্ডিনেটর তার মাইক বন্ধ করে দেন।