টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ (T-20 Worldcup 2022) এর উত্তেজনা প্রায় শেষ। দ্বিতীয়বারের জন্য শিরোপায় হাত রাখলেন সেমিফাইনালে ভারতকে হারানো দল ইংল্যান্ড। সেমিফাইনালে রোহিত বাহিনীকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ছিলেন বাটলার বাহিনী। সেই সময় ভারত হারতে সীমান্তের ওপার প্রান্ত থেকে নানা রকম ভাবে কটাক্ষ করেছিলেন পাকিস্তানের কিংবদন্তি শোয়েব আখতার। এবার ফাইনালে (T-20 Worldcup 2022 Final) পাকিস্তান হারতেই তার করা টুইটে খোঁচা দিয়ে বসলেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি।
আসলে পাকিস্তানের এই ফাস্ট বোলার বিভিন্ন কারণ এর উপর ভিত্তি করে নানান রকমের খোঁচা দিয়ে থাকেন ভারতকে। এবার ফাইনালে পাকিস্তান হারতে তিনি টুইটারে একটি স্যাড ইমোজি দিয়ে শেয়ার করেন। আর এই টুইটের পালটা জবাব দিয়েছেন মোহাম্মদ শামি।
হ্যাঁ পাকিস্তান হারার পর একটি হৃদয় ভাঙ্গা ইমোজি দিয়ে টুইট করেছিলেন পাকিস্তানের কিংবদন্তি শোয়েব আখতার। সেখানে শামী রিটুইট করে লিখেছেন, “দুঃখিত ভাই! একেই বলে কর্ম।” একইসঙ্গে শামী তিনটি হৃদয় ভাঙ্গা ইমোজি দিয়েছেন। এখান থেকে শামী বুঝিয়ে দিলেন যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। যেন তিনি শোয়েব আখতারের কাটা ঘায়ে নুনের ছিটে দিলেন।
Sorry brother
It’s call karma 💔💔💔 https://t.co/DpaIliRYkd
— 𝕸𝖔𝖍𝖆𝖒𝖒𝖆𝖉 𝖘𝖍𝖆𝖒𝖎 (@MdShami11) November 13, 2022
আমরা আপনাকে বলি, শোয়েব আখতার ক্রিকেট সংক্রান্ত বিভিন্ন রকম মন্তব্য করে থাকেন ভারতের বিরুদ্ধে। এশিয়া কাপে ভারত হারার পর, বিশ্বকাপেও ভারত ছিটকে যাওয়ার পর তিনি মন্তব্য করেছিলেন। এইবারের বিশ্বকাপে ভারত ও পাকিস্তান একই গ্রুপের ছিলেন। যেখানে ভারত শুরু থেকে ভালো করলেও সেমিফাইনালে এসে ছন্দ হারান। অন্যদিকে, পাকিস্তান অনিশ্চয়তা ভাবে সেমিফাইনাল কোয়ালিফাই করলেও নিউজিল্যান্ডকে সেমিফাইনালে হারিয়ে অন্তিম পর্যায়ে পৌঁছায়। কিন্তু শেষ রক্ষা হলো না তাদের। শেষ হাসি হাসলো বাটলারের দল।
এই ম্যাচে (England vs Pakistan) টস হেরে পাকিস্তান প্রথমে ব্যাট করে ২০ ওভারের বিনিময়ে ৮ উইকেট হারিয়ে মাত্র ১৩৭ রান তোলেন। শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে পাকিস্তানের। ইংল্যান্ড বোলারের কাছে পরাস্ত হয় বাবরের ব্যাটিং লাইন। জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ১৯ ওভারেই ৫ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেই।