মেসি এবং রোনাল্ডোকে ছাপিয়ে বিশ্বের ধনী ফুটবলার হলেন ফ্রান্সের এই তরুণ ফুটবলার, বার্ষিক রোজগারের পরিমাণ জেনে চমকে যাবেন আপনিও

বিশ্বে দুই কিংবদন্তি ফুটবলার রোনাল্ডো এবং মেসি কে কার থেকে এগিয়ে এই বিতর্ক তো লেগেই আছে। বিশ্ব ফুটবলের ইতিহাসে এই দুজনেই কমবেশি এমন রেকর্ড তৈরি করে গেছেন যা সবার পক্ষে ভাঙ্গা খুবই কঠিন। কিন্তু রোজকারের নিরিখে এই দুই তারকা ফুটবলার মেসি এবং রোনাল্ডো দুজনেই কেউই আর বিশ্বের দামি ফুটবলার নন। তাদের সিংহাসন চ্যুত করে দামি ফুটবলার হিসাবে উঠিয়ে এলেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ফুটবলার কিলিয়ান এমবাপে।

ফোবসের বর্তমান রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে সবচেয়ে দামি ফুটবলার হলেন কিলিয়ান এমবাপে। তার বার্ষিক আয় ১২৮ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় ৯৩০ কোটি সমান। দ্বিতীয় স্থানে নেমে এসেছেন লিওনেল মেসি। তার বার্ষিক রোজকার ১২০ কোটি মার্কিন ডলার। যা ভারতীয় মুদ্রায় ৯০০ কোটি।

এই জায়গায় তৃতীয় স্থানে নেমে এসেছেন রোনাল্ডো। যার বার্ষিক আয় মার্কিন ডলারে ১০০ কোটি। ভারতীয় মুদ্রায় তা ৮০০ কোটি টাকার কিছু বেশি। এমবাপে কে ইতিমধ্যেই ভবিষ্যতে তারকা ফুটবলার হিসেবে বেছে নিয়েছেন অনেকেই। প্রতিভা নিরিখে এই ফ্রান্সের তরুণ ফুটবলারের সমকক্ষ বিশ্বে আর কেউ

নেই বললেই চলে। স্বাভাবিকভাবেই এমবাপে পিছনে বড় টাকা বিনিয়োগ করেছে বড় বড় সংস্থা। তাছাড়া তার নিজের ক্লাব PSG এমবাপেকে মেসি এবং নেইমারের থেকে বেশি বেতন দিচ্ছে। সব মিলিয়ে এই তরুণ ফরাসি ফুটবলার এই মুহূর্তে বিশ্বের সবথেকে ধনী ফুটবলার। সব মিলিয়ে মেসি এবং রোনাল্ডো

তার থেকে কিছুটা পিছনে রয়েছে। এই জায়গায় চতুর্থ স্থানে রয়েছে ব্রাজিলের নেইমার। যার বার্ষিক আয় মার্কিন ডলারে ৮৭ কোটি। এরপরে যথাক্রমে রয়েছে মোহাম্মদ সালাহা, এর্লিং হাল্যান্ড, ইডেন হাজার্ড মতো ফুটবল তারকারা। এমবাপের বড় আয়ের অংশ আছে সরাসরি ফুটবল থেকে। সেই দিক থেকে ব্র্যান্ড অ্যাম্বাসেডরের দিক থেকে অনেকটা এগিয়ে আছে মেসির রোনাল্ডোর। কিন্তু ফোবসের সর্বশেষ তালিকা অনুযায়ী এই মুহূর্তে সবচেয়ে ধনী ফুটবলার হলেন এমবাপে। যে বিশ্বের তাবড় ফুটবলার মেসি এবং রোনাল্ডোকো ছাপিয়ে গেছেন।