নজরে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ! ফিরে দেখুন পুরনো ম্যাচে ভারতের ফলাফল

ভারত (India) বনাম ওয়েস্ট ইন্ডিজ সফর এই মরশুমের খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ, তবে ফিরে দেখা ভারত ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ নিয়ে আলোচনায় ছিলেন এমএস ধোনি (MS Dhoni)। ওই সিরিজে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ক্রিকেট কিং। পরে ২২.৩ ওভারে ৭৭ রানে ৫ উইকেট নিয়েছিলেন ইশান্ত শর্মা। অন্যদিকে উইকেটরক্ষক কার্লটন  ও ড্যারেন ব্রাভোর অর্ধশতকের সাহায্যে প্রথম ইনিংসে ২০৪ রান করে ওয়েস্ট ইন্ডিজ।

আরো পড়ুনঃ আইপিএলে নজরকাড়া ফর্ম! ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে অভিষেক হতে চলেছে যশস্বী জয়সওয়ালের

এদিকে ইশান্ত ছাড়াও সুরেশ রায়না, অভিনব মুকুন্দ, ভিভিএস লক্ষ্মণ, এমএস ধোনি (MS Dhoni) চুটিয়ে খেলেছিলেন । তবে সেই ম্যাচের পর এতো বছর কেটে গিয়েছে, এখন ভারতীয় ক্রিকেট ভক্তরা নতুন ক্রিকেটারদের ফর্মের অপেক্ষায়ই আছেন। ফেলে আসা ম্যাচের স্মৃতি উস্কে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে এই তরুন ক্রিকেটাররা কি করবেন সেই নিয়েও আশাবাদী সিনিয়র ক্রিকেটাররাও।

MS Dhoni match

 

ডব্লুটিসির ম্যাচ শেষ হতেই ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ নিয়ে একটু একটু করে প্রস্তুতি নিতে শুরু করেছিলো ভারতীয় ক্রিকেটাররা। কারণ এই সিরিজে অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারও আছেন। যারা এই ম্যাচে প্রথমবার খেলবেন, তাই তাঁদের কথা ভেবে ভারতীয় টিম অনুশীলনও করেছে।

আরো পড়ুনঃ ছাঁটাই হবেন রোহিত! টেস্ট অধিনায়কত্বে ফিরছেন বিরাট কোহলি, দাবী নির্বাচক প্রধানের

প্রসঙ্গত, ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারত দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। চলতি মাসে  ডমিনিকার উইন্ডসর পার্কে অনুষ্ঠিত হতে চলেছে এই ম্যাচ। ১২ জুলাই থেকে ১৬ই জুলাই এর মধ্যেই এই টেস্ট ম্যাচ হবে। ভারতের এই ম্যাচে টিমে থাকছে রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, অজিঙ্কা রাহানে, ঋতুরাজ গায়কওয়াড়, কেএস ভরত (উইকেটরক্ষক), ঈশান কিষাণ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর, নবাব ঠাকুর। মুকেশ কুমার, মহম্মদ সিরাজ, জয়দেব উনাদকাট।