বিশ্বচ্যাম্পিয়ন মেসিকে মহাভারতের অর্জুনের সঙ্গে তুলনা করলেন মুকেশ আম্বানি

এবারের ফুটবল বিশ্বকাপের আসর বসেছিল কাতারে, কাতার বিশ্বকাপে বেশ কয়েকটি দল ফেভারেট হিসেবে বিশ্বকাপ শুরু করলেও আপামর ফুটবল ভক্তরা চেয়েছিল এবার বিশ্বকাপ উঠুক আর্জেন্টিনার তারকা লিওনেল মেসির হাতে। আর ফুটবল বিধাতা শেষ পর্যন্ত সেটাই করলেন এবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা ফুটবল দল।

কাতারের লুসেল স্টেডিয়ামে ঐতিহাসিক ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ ঘরে তুলল আর্জেন্টিনা। সেই সঙ্গে মেসিও হয়ে গেলেন বিশ্ব চ্যাম্পিয়ন।

এবার মেসির বিশ্বকাপ জয় প্রসঙ্গে মুখ খুললেন বিশ্বের অষ্টম ধনী ব্যক্তি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (Reliance Industries) চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি। মুকেশ আম্বানির চোখে মেসি যেন মহাভারতের অর্জুন।

আম্বানি তাঁর বাবা ধীরুভাই আম্বানির জন্মবার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠানে মেসির বিশ্বজয় প্রসঙ্গে বলেছেন, ” আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে মেসির দুর্দান্ত নেতৃত্ব এবং তাদের টিম ওয়ার্কের জন্য। মেসি একা কখনোই বিশ্বকাপ জিততে পারতেন না। অপরদিকে মেসির মতো দক্ষ নেতৃত্ব ছাড়া এই আর্জেন্টিনা দলও চ্যাম্পিয়ন হতে পারত না। মেসির অনুপ্রেরণাতেই চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা।”

এছাড়াও মুকেশ আম্বানি বলেছেন, ” এই আর্জেন্টিনা দল বিশ্বকাপ জয়ের জন্যই মাঠে নেমেছিল। তাদের নিঃশ্বাসে ছিল জয়। অর্জুন যেমন তার লক্ষ্যভেদ করার সময় পাখির চোখ ছাড়া কিছুই দেখতে পাননি তেমনি এই আর্জেন্টিনা দল বিশ্বকাপ চ্যাম্পিয়ন ছাড়া অন্য কিছুই ভাবতে পারেনি। আর সেই কারণেই তারা বড় বড় দলকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে।”