এবারের আইপিএলের নিলামে (Took IPL) ব্যাটিং-বোলিং বাজিমাত চেন্নাই সুপার কিংস (CSK)। বেন স্টোকস ও জেমিসন সহ ৭ খেলোয়াড়কে কিনে আইপিএলের লড়াকু টিম করেছে ধোনির দল। ইংল্যান্ডের বেন স্টোকসের জন্য ১৬.২৫ কোটি টাকা খরচ করেছে ফ্রাঞ্চাইজি। এবারের IPL- (IPL 2023) এ দলটি দুর্দান্ত পারফর্ম করবে বলে আশা করছেন ভক্তরা।
মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংস আইপিএল (CSK Took IPL) মিনি নিলামে সাতজন খেলোয়াড়কে কিনেছে। তিনি ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকসকে (Ben Stokes) চমক দেখিয়েছে। নিলামের আগে চেন্নাই দলে ১৮ জন খেলোয়াড় ছিল।
ডোয়াইন ব্রাভোর অবসরের পর, চেন্নাইয়ের এমন একজন খেলোয়াড়ের প্রয়োজন ছিল, যে ডেথ ওভারে বল করতে পারবে এবং ব্যাট হাতেও বিস্ফোরক হয়ে উঠবে। এবার অলরাউন্ডার বেন স্টোকসকের আবর্তনে এই অভাব পূরণ হবে বলে মনে করা হচ্ছে। স্টোকসের ভিত্তিমূল্য ছিল ২ কোটি কিন্তু নিলামে তার দাম ওঠে ১৬.২৫ কোটি টাকা।
এভাবেই বেন স্টোকস:-
রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর স্টোকসের জন্য শুরুর দিকে ঝুকে ছিল। যখন বিড ৭ কোটি টাকায় পৌঁছায় তখন লখনউ সুপারজায়েন্টস প্রবেশ করেছে।এরপর সানরাইজার্স হায়দ্রাবাদ দল ৭.৭৫ কোটি টাকার বিডটিতে যোগ দেয়। লখনউ ১৫ কোটি টাকার বিড করলে সানরাইজার্স সরে দাঁড়ায়। এখানে চেন্নাইয়ের প্রবেশ। এরপর লখনউকে পিছনে ফেলে বেন স্টোকসকে কিনে নেই CSK।
পাঁচজন খেলোয়াড়কে ভিত্তিমূল্যে কিনেছে CSK:-
CSK কাইল জেমসনকে ১ কোটি টাকা এবং অজিঙ্কা রাহানেকে ৫০ লাখ টাকা দিয়ে কিনেছে। এছাড়া শেখ রশিদ, ভগত ভার্মা এবং অজয় মন্ডলকে তাদের প্রত্যেকের বেস প্রাইস 20 লাখ মূল্যে দলে যুক্ত করেছে। এছাড়া নিশান্ত সিন্ধুকে ৬০ লক্ষ টাকায় কিনেছে CSK, যার বেস প্রাইস ছিল 20 লক্ষ টাকা।
নিলামে যুক্ত করেছে:-
বেন স্টোকস, কাইল জেমসন, নিশান্ত সিন্ধু, আজিঙ্কা রাহানে, শেখ রশিদ, ভগত ভার্মা ও অজয় মণ্ডল।
ব্যাটসম্যান:- ডেভন কনওয়ে (উইকেটরক্ষক, ব্যাটসম্যান), শুভ্রাংশু সেনাপতি, ঋতুরাজ গায়কওয়াড়, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক, উইকেটরক্ষক), অম্বাতি রায়ডু, শেখ রশিদ, অজিঙ্কা রাহানে।
অলরাউন্ডার:- ডোয়াইন প্রিটোরিয়াস, মিচেল স্যান্টনার, শিবম দুবে, মঈন আলী, রবীন্দ্র জাদেজা, বেন স্টোকস, নিশান্ত সিন্ধু, অজয় মন্ডল, ভাগবত ভার্মা।
বোলার:- দীপক চাহার, তুষার দেশপান্ডে, মুকেশ চৌধুরী, মহিষ তিক্ষনা, সিমারজিৎ সিং, রাজবর্ধন হাঙ্গারগেকার, মাথিশা পাথিরানা, প্রশান্ত সোলাঙ্কি, কাইল জেমিসন