হোয়াইটওয়াশ বাঁচানোর লক্ষ্যে দলে একাধিক পরিবর্তন, দেখুন ভারতের সম্ভাব্য একাদশ

আজ ওয়ানডে সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি ভারত (India) এবং বাংলাদেশ (Bangladesh)। বাংলাদেশের চট্টগ্রামের জাহির আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ভারতীয় সময় বেলা এগারোটা বেজে ত্রিশ মিনিটে শুরু হবে এই গুরুত্বপূর্ণ ম্যাচ।

ইতিমধ্যেই সিরিজের প্রথম দুটি ওয়ানডে ম্যাচে হেরে সিরিজ হাতছাড়া হয়েছে ভারতের (India)। আজ ভারতের কাছে কার্যত এই ম্যাচ সম্মান রক্ষার কারণ আজকের এই ম্যাচ হারলে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হতে হবে ভারতীয় দলকে।

সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে আঙ্গুলে চোট পেয়ে সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে খেলতে পারবেন না ভারত অধিনায়ক রোহিত শর্মা। রোহিত শর্মার পাশাপাশি চোট পেয়ে এই ম্যাচে নেই ভারতীয় দলের তারকা বোলার দীপক চাহার এবং কুলদীপ সেনও। স্বাভাবিকভাবে প্রথম একাদশের তিনজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে বাদ দিয়েই আজকের ম্যাচ খেলতে নামবে ভারতীয় দল।

আজ রোহিত শর্মা না থাকায় একজন ওপেনার ব্যাটসম্যান হিসেবে ভারতীয় দলে আসতে পারেন ঈশান কিষান। এছাড়াও আজকের ম্যাচে রাহুল ত্রিপাঠিকেও সুযোগ দেওয়া হতে পারে। অপরদিকে কুলদীপ যাদব এই সিরিজ একটি ম্যাচও না খেলায় আজকের ম্যাচে তাকেও প্রথম একাদশে দেখা যেতে পারে।

এক নজরে দেখে নেওয়া যাক আজকের ম্যাচে কেমন হতে চলেছে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ:-
শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ইশান কিশান/ রাহুল ত্রিপাঠি, কে এল রাহুল (উইকেট রক্ষক), ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, ওমরান মালিক।