আর কয়েক দিনের অপেক্ষা, তারপরই ভারতের মাটিতে বসতে চলেছে ওয়ানডে বিশ্বকাপের (ODI World Cup) আসর। আগামী ৫ই অক্টোবর থেকে ভারতের মাটিতে শুরু হবে এবারের ওয়ানডে বিশ্বকাপ (ODI World Cup)। ওয়ানডে বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি হবে গতবারের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড।
দীর্ঘ ১২ বছর পর ফের ভারতের মাটিতে বসতে চলেছে ওয়ানডে বিশ্বকাপের আসর। স্বাভাবিকভাবেই এবারের ওয়ানডে বিশ্বকাপ নিয়ে ভারতীয় ক্রিকেট সমর্থকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। এছাড়াও ভারতীয় ক্রিকেট সমর্থকরা চাইছেন দীর্ঘ ১০ বছরের খরা কাটিয়ে ঘরের মাঠে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে ফের একবার আইসিসি টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হোক ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)।
আরও পড়ুন:- এশিয়ান গেমসে সুযোগ না পেয়ে অবসর নিতে চলেছেন ভারতের এই চার তারকা ক্রিকেটার
এবারের ওয়ানডে বিশ্বকাপে ফের একবার ভারতের মাটিতে মুখোমুখি হতে চলেছে ভারত (India) এবং পাকিস্তান (Pakistan)। দুই দেশের রাজনৈতিক সম্পর্ক অত্যন্ত খারাপ পরিস্থিতিতে থাকার কারণে বর্তমানে দুই দেশ কোন দ্বিপক্ষীক সিরিজে মুখোমুখি হয় না। একমাত্র আইসিসির কোন টুর্নামেন্টেই খেলতে দেখা যায় এই দুই দেশকে। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষবার ভারতের মাটিতে মুখোমুখি হয়েছিল ভারত (India) এবং পাকিস্তান (Pakistan)।
আরও পড়ুন:- ‘ওরা কথা দিয়ে কথা রাখেনি’, কোহলিদের উপর ক্ষোভ উগড়ে দিলেন অভিমানী চাহাল
আগামী ১৫ই অক্টোবর বিশ্বের সব থেকে বড় ক্রিকেট স্টেডিয়াম আমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান। এই ম্যাচে এক লক্ষেরও বেশি মানুষ উপস্থিত থাকবেন স্টেডিয়ামে। স্বাভাবিকভাবে কিছুটা চাপে থাকার কথা পাকিস্তানের কারণ এক লক্ষ সমর্থক ভারতের হয়ে গলা ফাটাবে কিন্তু এই বিষয়ে বিন্দুমাত্র চিন্তিত নন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার নবীন উল হাসান। তার মতে ভারতে বসবাসকারী ইসলাম ধর্মালম্বী মানুষেরা ভারতের বদলে পাকিস্তানের হয়ে গলা ফাঠাবে।
এই প্রসঙ্গে একটি সাক্ষাৎকারে নবীন উল হাসান বলেন, “ভারতের মাটিতে ম্যাচ হলে সম্ভবত ভারতই ফেভারিট থাকে কিন্তু ভারতের মাটিতে খেলতে গিয়ে পাকিস্তানের সব থেকে বড় সুবিধা হল ভারতে বসবাসকারী ইসলাম ধর্মালম্বী মানুষেরা ভারতের পরিবর্তে পাকিস্তানকেই সমর্থন করে। অতিতেও তারা সেটাই করেছে এবং আগামী বিশ্বকাপেও সেটা করবে।”