গতকাল ‘এশিয়া কাপ ২০২২’-এর ফাইনালে শ্রীলংকার মুখোমুখি হবে পাকিস্তান। এই দুই দল খেলার মাধ্যমে নিজেদের ফাইনালের যোগ্য টিম প্রমাণিত করেছে। কোন দলকে ফাইনালে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেকটি খেলোয়াড়ের ভূমিকা থাকে। তবে পাকিস্তানকে ফাইনালে পৌঁছে দেওয়ার জন্য বিশেষ ভূমিকা পালন করেছে তরুণ পাকিস্তানি খেলোয়াড় নাসিম শাহ (Naseem Shah)। তিনি আফগানিস্তানের বিরুদ্ধে শেষ ওভারে পরপর দুটি ছক্কা মেরে দলের ফাইনাল খেলার টিকিট পাক্কা করে।
সম্প্রতি পাওয়া খবর, নাসিম শাহের জোড়া ছক্কার ব্যাট এবার নিলামে তুলবেন। আর সেই টাকা পাকিস্তানের বন্যা দুর্গতদের সাহায্য (Pakistan flood aid) করবে। নাসিম শাহের এই সিদ্ধান্ত শুধু তার দেশই নয় গোটা বিশ্বের মন জয় করে নিয়েছে।
আমরা আপনাকে বলি, এশিয়া কাপের সুপার ফরে দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। সেই ম্যাচে আফগানিস্তান প্রথমে ব্যাট করে ১৩০ রানের টার্গেট দেয়। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানী ব্যাটসম্যানরা একের পর এক ধাক্কা খায় এবং দল তখন বিপর্যয়ের মুখে। শেষ ওভারে পাকিস্তানের কাছে জেতার জন্য তখনও দরকার ছিল ১১ রান।
সেই সময় অনেকেরই মনে হয়েছিল পাকিস্তান দল হারতে বসছে। কিন্তু ২২ গজে তখনো দাঁড়িয়ে আছে পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ এর এই তরুণ খেলোয়াড়। সেই সময় শেষ ওভারে প্রথম দুটি বলেই জোড়া ছক্কা মেরে দলের জয় ছিনিয়ে নেয় নাসিম। তাকে ঘিরে আনন্দে উচ্ছাসিত বোর্ড কর্তৃপক্ষ সহ গোটা পাক দল। তারপরে পাকিস্তান বোর্ডের টুইটারে একটি ভিডিও শেয়ার করে নাসিম শাহ ব্যাট নিলামের (took Naseem Shah’s bat) সিদ্ধান্ত নেন।
The bat with which he struck the two last-over sixes 🤩@iNaseemShah decides to auction the bat gifted to him by @MHasnainPak for a charitable cause. #AsiaCup2022 pic.twitter.com/uCF1loEXCT
— Pakistan Cricket (@TheRealPCB) September 8, 2022
আমরা আপনাকে বলি, গত মাসে পাকিস্তানের বন্যা বিপর্যয়ের কারণে বিধ্বস্ত হয়েছে বিভিন্ন এলাকা। এমন কিছু কিছু এলাকা যেখানে আশ্রয় নেওয়া টুকুও জায়গা ছিল না। এখনো পর্যন্ত ১৪০০ মানুষ মারা গিয়েছে। ২৪৬ টি সেতু ভেঙে গিয়েছে এবং এলাকা ভিত্তিক রাস্তার অবস্থা খুব খারাপ। বাড়ি হারিয়েছে প্রায় ১৭ লাখ মানুষ। এখন নাসিমের এই সিদ্ধান্ত দুর্গতদের অনেকই সাহায্য করবে তা নিশ্চিত।