ইতিমধ্যে এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রত্যেকটি ম্যাচ খেলা হয়ে গিয়েছে। এবারে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ভারত (India), নিউজিল্যান্ড (New Zealand), ইংল্যান্ড (England) এবং পাকিস্তান (Pakistan)। তবে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার সুযোগ ছিল বাংলাদেশের (Bangladesh) কাছেও কিন্তু শেষ ম্যাচে পাকিস্তানের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে সাকিব আল হাসানের বাংলাদেশ। এই হারের সঙ্গে সঙ্গে আরও একটি বড় ধাক্কা খেল বাংলাদেশ। পরের টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) বাংলাদেশের খেলা অনিশ্চিত হয়ে পড়ল।
রবিবার প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল সাউথ আফ্রিকা এবং নেদারল্যান্ডস (Netherlands)। এই ম্যাচে নেদারল্যান্ডের কাছে হেরে সাউথ আফ্রিকা বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় সেমিফাইনালে ওঠার সুযোগ তৈরি হয়েছিল বাংলাদেশের কাছে। কিন্তু সেই সুযোগ তারা কাজে লাগাতে পারলো না। পাকিস্তানের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল বাংলাদেশ। অপরদিকে বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে চলে গেল পাকিস্তান।
এই হারই কাল হয়ে দাঁড়ালো বাংলাদেশের কাছে। একে তো পাকিস্তানের কাছে এই হারের ফলে বিশ্বকাপ থেকে ছিটকে গেল অপরদিকে এই হারের ফলে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাংলাদেশের খেলা অনিশ্চিত হয়ে পড়ল। আগামী টিটোয়েন্টি বিশ্বকাপে খেলতে হলে বাংলাদেশকে যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলে সেখান থেকে যোগ্যতা অর্জন করে তবেই বিশ্বকাপে খেলতে পারবে বাংলাদেশ।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রূপ পর্বের ম্যাচ হয়ে যাওয়ার পরে প্রত্যেকটি গ্রুপ থেকে প্রথম চারটি দল আগামী বিশ্বকাপে সরাসরি সুযোগ পাবে বলে জানিয়ে দিয়েছে আইসিসি। এক্ষেত্রে গ্রুপ 1 থেকে সরাসরি আগামী বিশ্বকাপে সুযোগ পাচ্ছে নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কা। অপরদিকে গ্রুপ 2 থেকে আগামী বিশ্বকাপে সরাসরি সুযোগ পাচ্ছে ভারত, পাকিস্তান, সাউথ আফ্রিকা এবং নেদারল্যান্ডস।
গ্রূপ 2 এ চারটি ম্যাচের মধ্যে মাত্র দুটি ম্যাচে জিতে 4 পয়েন্ট নিয়ে 5 নম্বরে রয়েছে বাংলাদেশ। অপরদিকে পাঁচ ম্যাচের মধ্যে দুটি ম্যাচ জিতলেও নেট রান রেটের বিচারে বাংলাদেশের থেকে এগিয়ে রয়েছে নেদারল্যান্ডস। সেই কারণে আগামী বিশ্বকাপে সরাসরি পৌঁছে গেল নেদারল্যান্ডস।