এই বড় ভুলের জন্য ভারতের কাছে T20 সিরিজ হারল নিউজিল্যান্ড, চালাকি করল হার্দিক পান্ডিয়া

মঙ্গলবার টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় তথা শেষ টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত (India) এবং নিউজিল্যান্ড (Newzealand)। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডকে ৬৫ রানের বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে ভারত (India)।

এই টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচটি দুই দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। একদিকে যেমন এই ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাতে চাইছিল নিউজিল্যান্ড (Newzealand) অপরদিকে এই ম্যাচ জিতে নিউজিল্যান্ডকে তাদের ঘরে মাঠে হোয়াইটওয়াশ করাই লক্ষ্য ছিল ভারতের (India)।

এই ম্যাচে খেলেননি নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন (Kane Williamson)। এর ফলে এই ম্যাচে দলকে নেতৃত্ব দিচ্ছিলেন দলের সিনিয়র পেশার টিম সাউদি। এই ম্যাচে টিম সাউদি একটি বড় ভুল করে বসলেন। যার কারণে ম্যাচ হারার সঙ্গে সঙ্গে সিরিজও হাতছাড়া হল তাদের।

এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেই নিউজিল্যান্ড। প্রথমে ব্যাটিং করতে নেমে ১৬০ রানে অল আউট হয়ে যায় নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ৭৫ রান তোলে ভারত। সেই সময় বৃষ্টি এসে ম্যাচ ভেস্তে দেয়। ডার্ক লুইস নিয়ম অনুযায়ী ৯ ওভার শেষে ভারত এবং নিউজিল্যান্ডের রান একই থাকার কারণে ম্যাচটি ড্র বলে ঘোষণা করেন আম্পায়াররা। আর এই ড্র হওয়ার কারণেই ১-০ ফলাফলে টি২০ সিরিজ জিতে নিল হার্দিক পান্ডিয়ার টিম ইন্ডিয়া।

এই ম্যাচে নিউজিল্যান্ডের ১৬০ রানের জবাবে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। শুরুতেই মাত্র ২১ রানে তিন উইকেট হারিয়ে ফেলেছিল ভারত। ফর্মে থাকা সূর্য কুমার যাদবও মাত্র ১৩ রান করে আউট হয়ে যান। তবে তার আগে একটি বড় ভুল করে নিউজিল্যান্ড। যার খেসারত দিতে হল তাদেরকে। পাওয়ার প্লের একেবারে শেষ ওভারে বোলিং করতে এসেই হার্দিক পান্ডিয়াকে কার্যত আউট করে ফেলেছিলেন লকি ফার্গুসন। ফার্গুসনের সেই বলটি সপাটে মারতে গিয়ে হার্দিক পান্ডিয়ার ব্যাটের কানাই লেগে সোজা উইকেট রক্ষকের হাতে চলে যায়। কিন্তু সেই সময় ফার্গুসন ছাড়া আর কোন নিউজিল্যান্ডের খেলোয়াড়ই আউটের দাবী করেননি। যার ফলে আম্পায়ার আউট দেন নি এবং টিম সাউদিও রিভিউ নেয় নি। পরে রিপ্লে-তে দেখা যায় সেটি আউট ছিল। সেই সময় যদি ভারতের আরও একটি উইকেট পরে যেত তাহলে ভারত ডার্ক লুইস নিয়ম অনুযায়ী ৮ রানে পিছিয়ে যেত এবং এই ম্যাচ হেরে সিরিজ ড্র করত।