এই মুহূর্তে আবু ধাবিতে চলছে টি১০ লীগ (T10 Leauge)। টি১০ লীগে ডেকান গ্ল্যাডিয়েটর্স দলের হয়ে খেলছেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক নিকোলাস পুরাণ (Nicholas Pooran)। কয়েক মাস আগে ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন নিকোলাস পুরান (Nicholas Pooran)। তবে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ দল কোয়ালিফাই করতে না পারায় নিজে থেকেই দায়িত্ব থেকে সরে এসেছেন পুরান। এই মুহূর্তে তিনি খেলছেন আবুধাবিতে অনুষ্ঠিত টি টেন লিগে (T10 Leauge)।
6️⃣6️⃣6️⃣0️⃣6️⃣6️⃣
That's what our Icon😎 Player @nicholas_47 did in the 5th over⚔️, and took us home🏠 with 23 balls to spare.
Total Destruction from the Skip💥💥#DeccanAgain #heretowin @t10league #AbuDhabiT10 #Season6 #DeccanGladiators #HumHaiDakshin #CricketsFastestFormat pic.twitter.com/GXviBtseCI— Deccan Gladiators (@TeamDGladiators) November 30, 2022
এই টি টেন লিগের প্রথম ম্যাচ থেকেই ব্যাট হাতে আগুন ঝড়াচ্ছেন নিকোলাস পুরান (Nicholas Pooran)। প্রথম ম্যাচে টিম আবু ধাবির বিরুদ্ধে ৩৩ বলে ৭৭ রান করেন নিকোলাস পুরান (Nicholas Pooran)। ওয়ারিয়র্সের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ফের ব্যাট হাতে ঝড় তোলেন পুরান, ৩২ বলে ৮০ রান করেন তিনি। চতুর্থ ম্যাচে ১৭ বলে ৩৪ রান করেন দিল্লি বুলসের বিরুদ্ধে।
নিজেদের ষষ্ঠ ম্যাচে বাংলা টাইগার্সদের মুখোমুখি হয়েছিল নিকোলাস পুরাণের নেতৃত্বাধীন ডেকান গ্ল্যাডিয়েটর্স। আর এই ম্যাচে ফের ব্যাট হাতে ঝড় তুললেন নিকোলাস পুরান। মাত্র ১৬ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন নিকোলাস পুরান।
আর এই ম্যাচে আরও একটি বিশ্ব রেকর্ড ঘটিয়ে ফেলতে পারতেন নিকোলাস পুরান। তবে অল্পের জন্য হাতছাড়া হল সেই রেকর্ড। এই ম্যাচে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান কে এক ওভারে পাঁচটি ছক্কা মারেন পুরান। পুরান ১টি চার ও ৭টি ছক্কার সাহায্যে মাত্র ১৬ বলে ৫০ রান করে দল কে ম্যাচ জিতিয়ে অপরাজিত থাকেন।
3️⃣0️⃣ off the over for @nicholas_47 💥
He extends his lead as the all-time record holder for the most sixes hit in the #AbuDhabiT10 🔥#InAbuDhabi #CricketsFastestFormat pic.twitter.com/DwYs8LC0tF
— T10 League (@T10League) November 30, 2022
এই ম্যাচে শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে প্রথম ব্যাটিং করে নির্ধারিত ১০ ওভার শেষে ৭ উইকেটের বিনিময়ে ১০৮ রান তোলে বাংলা টাইগার্স। জবাবে ব্যাটিং করতে নেমে নিকোলাস পুরাণের এই বিধ্বংসী ইনিংসে ভর করে ৬.১ ওভারে বিনা উইকেটে ১০৯ রান তুলে ম্যাচ জিতে যায় ডেকান গ্ল্যাডিয়েটর্স। বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচের সেরা হয়েছেন নিকোলাস পুরান।