টেস্ট নয় যেন T20 ম্যাচ, পাক বোলারদের পিটিয়ে ১৪ ওভারে রেকর্ড ১০৩ রান তুলে নিল ইংল্যান্ড

দীর্ঘ ১৭ বছর পর পাকিস্তানে টেস্ট সিরিজ খেলতে গিয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল (England)। স্বাভাবিক ভাবেই এই টেস্ট সিরিজের গুরুত্ব পাকিস্তানের কাছে অপরিসীম। আজ থেকে পাকিস্তানের রাওয়ানপিণ্ডিতে শুরু হয়েছে পাকিস্তান (Pakistan) এবং ইংল্যান্ডের (England) মধ্যে টেস্ট সিরিজ। তিন ম্যাচের টেস্ট সিরিজের আজ প্রথম টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দেশ।

এই টেস্ট ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes)। ব্যাটিং করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক শুরু করেন ইংল্যান্ডের দুই ওপেনার বেন ডাকেট এবং জ্যাক ক্রলি।

প্ৰথমে ব্যাটিং করতে নেমে ১৩.৪ ওভারেই ইংল্যান্ডের স্কোর ১০০ রানের গণ্ডি পেরিয়ে যায়। ১৪ ওভারে ইংল্যান্ডের রান দাঁড়ায় ১০৩ রান। রানরেট ছিল ৭.৩৫। যা কোন দলের টিটোয়েন্টি ম্যাচে থাকলেও সেই দল স্বস্তি পাবে।

এছাড়াও প্রথম ২০ ওভারে বিরাট রান তুলে ফেলে ইংল্যান্ডের ওপেনাররা। যা আজ পর্যন্ত টেস্টের ইতিহাসে কোন দল তুলতে পারে নি। প্রথম ২০ ওভারে কোন উইকেট না হারিয়েই ১৪১ রান তুলে ফেলে ইংল্যান্ডের ওপেনাররা। যা শেষ এক বছরে কোন ওয়ানডে ম্যাচের প্রথম ২০ ওভারে হয়নি।

এই মুহূর্তে চা বিরতিতে ইংল্যান্ডের স্কোর তিন উইকেট হারিয়ে ৩৪৪ রান। ইংল্যান্ডের ওপেনার জ্যাক ক্রলি করেন ১১১ বলে ১১২ রান, স্ট্রাইক রেট ১০৯.৯২। বেন ডাকেট করেন ১১০ বলে ১০৮ রান।