এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া (Indian Team)। ভারতের এই ১০ উইকেটের লজ্জার হার মেনে নিতে পারেনি কেউই। এই ম্যাচে ভারতের হারের অন্যতম কারণ হিসেবে দায়ী করা হয়েছিল রোহিত শর্মাকে (Rohit Sharma)। একদিকে তিনি ব্যাট হাতে ব্যর্থ অপরদিকে চাপের মুখে তার অধিনায়কত্বে বেশ কিছু ত্রুটি ধরা পড়ে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর অনেকেই রোহিত শর্মার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলে টি-টোয়েন্টি ফরমেটের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি তুলেছিলেন। রোহিতের পরিবর্তে হার্দিককে অধিনায়ক করার জোরালো দাবি উঠেছিল ভারতীয় ক্রিকেট মহলে। এবার এই তালিকায় নাম লেখালেন ভারতের প্রাক্তন হেডকোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)।
রবি শাস্ত্রীর মতে তিনটি ফরমেটের অধিনায়কত্ব করতে করতে ক্লান্ত হয়ে পড়ছেন রোহিত শর্মা। আর তাই রোহিত শর্মার উপর থেকে চাপ কমানোর জন্য বিশেষ করে টি-টোয়েন্টি ফরমেটে অধিনায়ক বদলের প্রয়োজন রয়েছে। আর এই টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে হার্দিক পান্ডিয়া কে বেছে নেন রবি শাস্ত্রী।
এইদিন রবি শাস্ত্রী বলেন, ” ভারতীয় টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হলে কোন অসুবিধাই নেই। বর্তমানে যে পরিমাণ খেলা হচ্ছে তাতে কোন একজনের পক্ষে তিনটি ফরমেটে অধিনায়কত্ব করা খুবই চাপের। তাই ওয়ানডে এবং টেস্ট ক্রিকেটে রোহিতই অধিনায়ক থাক এবং টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের নতুন অধিনায়ক প্রয়োজন রয়েছে। আর সেটা যদি হার্দিক পান্ডিয়া হয় তাহলে সব থেকে ভালো।”
উল্লেখ্য, এবারের আইপিএলে প্রথমবার গুজরাট টাইটানস কে নেতৃত্ব দিয়েই আইপিএল চ্যাম্পিয়ন করেছে হার্দিক পান্ডিয়া। এছাড়াও বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড সফরে ভারতীয় দল কেউ নেতৃত্ব দিয়েছেন হার্দিক পান্ডিয়া এবং সেই সিরিজ জিতেছে। আজ থেকে শুরু হওয়া নিউজিল্যান্ড সফরেও ভারতীয় দলের নেতৃত্বের দায়িত্ব রয়েছেন এই হার্দিক পান্ডিয়ায়।