বিশ্বকাপের মূল দলে নেওয়া হয়নি, দুর্দান্ত বোলিং করে এই বোলারই সম্মান বাঁচালো ভারতের

ভারত এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 world cup) প্রথম দুটি ম্যাচই জিতে নিয়েছিল। তবে রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম হারের সম্মুখীন হতে হল রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দলকে (India team)। অস্ট্রেলিয়ার পার্থ স্টেডিয়ামে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং দক্ষিণ আফ্রিকা। আর এই ম্যাচে ভারতকে পাঁচ উইকেটে হারিয়ে দেয় দক্ষিণ আফ্রিকা।

এইদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করা সিদ্ধান্ত নিয়ে ভারত (India)। নির্ধারিত কুড়ি ওভার শেষে ১৩৩ রান তোলে ভারত। এইদিন ভারতের একমাত্র সফল ব্যাটসম্যান সূর্য কুমার যাদব। যিনি ৪০ বলে ৬৮ রানের ইনিংসে খেলেন। সূর্যের এই ইনিংসে ভর করেই ১৩৩ রান তুলতে সক্ষম হয় ভারত। ভারতীয় বোলাররা এই রান আটকানোর জন্য চেষ্টা করলেও হাতে পাঁচ উইকেট রেখেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।

এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার হয়ে দুর্দান্ত বোলিং করে লুঙ্গি এনগিডি। চার ওভার বোলিং করে মাত্র ২৯ রান দিয়ে চারটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন তিনি। লুঙ্গির এই দুর্দান্ত বোলিংয়ের সুবাদে ভারতীয় ব্যাটিং এর কোমর ভেঙে যায়। অপরদিকে দক্ষিণ আফ্রিকার হয়ে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন ডেভিড মিলার এবং মার্করম। এই হারের ফলে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে নেমে এলো ভারত।

এত কম রানের পুঁজি নিয়েও ম্যাচ জেতার জন্য প্রাণপণ লড়াই করেন ভারতীয় বোলাররা। ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এই ম্যাচে অত্যন্ত ব্যয়বহুল বোলিং করেন। চার ওভার বোলিং করে ৪৩ রান দিয়ে একটি উইকেট নেন তিনি। চার ওভারে ২৫ রান দিয়ে দুটি উইকেট নেন অর্ষদীপ সিং। তবে এই ম্যাচে দুর্দান্ত বোলিং করেন মহম্মদ সামি। চার ওভারে মাত্র ১৩ রান দিয়ে একটি উইকেট তুলে নেন তিনি, ইকোনমি ৩.২।

উল্লেখযোগ্য বিষয় হল, বিশ্বকাপের জন্য যখন দল ঘোষণা করেছিল ভারত সেই বিশ্বকাপের মূল দলে ছিলেন না মহম্মদ সামি। বিশ্বকাপ শুরুর আগে হঠাৎই চোট পেয়ে যাশস্প্রীত বুমরাহ ছিটকে যাওয়ায় মহম্মদ সামি ভারতীয় বিশ্বকাপ দলের সুযোগ পান। সামির বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া নিয়ে তখন অনেকেই অনেক প্রশ্ন তুলেছিল। কেউ কেউ সামিকে বিশ্বকাপ দলে না নেওয়ার পরামর্শ দিয়েছিল। এবার সেই সামিই বিশ্বকাপে বাজিমাত করছেন।