এই বছর ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ (ODI World Cup)। বিশ্বকাপ শুরু হতে আর দু’মাসও সময় বাকি নেই। প্রত্যেক দলই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে। ঘরের মাঠে দীর্ঘদিন পর বিশ্বকাপ জিততে মরিয়া ভারত (India)। অপরদিকে দুর্দান্ত ছন্দে রয়েছে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ভালো ছন্দে রয়েছে অস্ট্রেলিয়াও।
এই পরিস্থিতিতে কোন দল বিশ্বকাপ জেতার দাবিদার তা বেছে নিলেন ভারতের প্রাক্তন কোচ গ্রেগ চ্যাপেল (Greg Chappell)। তার মতে কয়েক বছর আগে পর্যন্ত ভারতের উইকেটে খেলতে সমস্যায় পড়তো অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কিন্তু বর্তমানে ভারতের পিচ সম্বন্ধে ওদের যথেষ্ট ধারণা রয়েছে। তাই বিশ্বকাপে কোন সমস্যা হবে না ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার।
এদিন গ্রেগ চ্যাপেল বলেন, ” বিশ্বকাপে সব সময় আয়োজক দেশ সুবিধা পায়। ভারতের মাটিতে বিশ্বকাপ মানে এশিয়ার দেশ গুলি ভালো পারফরম্যান্স করবে। তবে দীর্ঘদিন ধরে আইপিএল খেলার সুবাদে ভারত আর রহস্য নয় অন্য দেশগুলির কাছেও। ভারতে বিশ্বকাপ হলেও ইংল্যান্ড, অস্ট্রেলিয়া সেখানে ভালো পারফরম্যান্স করবে।”
এছাড়াও গ্রেগ চ্যাপেল বলেন, ” ভারতের মাটিতে ভারত খুবই ভয়ংকর দল। ভারতে গিয়ে তাদেরকে হারানো কার্যত অসম্ভব ব্যাপার। আমি ভারতের কোচ থাকাকালীন দেখেছি। ঘরের মাঠে ভারত প্রত্যেকটি ম্যাচই জয়ের দাবিদার। তাই ভারতকে হারাতে গেলে প্রত্যেকটি দেশকেই নিজেদের সেরা পারফরম্যান্স করতে হবে।”
উল্লেখ্য, ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত ভারতীয় দলের প্রধান কোচ ছিলেন গ্রেগ চ্যাপেল। তিনি কোচ থাকাকালীন তৎকালীন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর সঙ্গে ঝামেলা হয় এবং তার সময়ে দল থেকে বাদ পড়েন সৌরভ। এছাড়া আরও অনেক সিনিয়র ক্রিকেটারের সঙ্গে মতবিরোধ হয় এবং তাদেরকেও দল থেকে বাদ দেয়। শেষ পর্যন্ত গ্রেগকেই ছেঁটে ফেলে বিসিসিআই। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করেন গ্রেগ ভারতের কোচ হয়ে ক্রিকেটের উন্নতির বদলে ভারতীয় দলকে অন্ধকারের দিকে ঠেলে দিতে এসেছিলেন।