কাতারে বসেছে ফুটবল বিশ্বকাপের (Football World Cup) আসর। ইতিমধ্যেই বিশ্বকাপ জ্বরে কাবু হয়ে পড়েছে সমগ্র বিশ্ব। কাতার (Qatar) প্রশাসনের ব্যাপক বিধি নিষেধের মধ্যেও জমে উঠেছে ফুটবল বিশ্বকাপ (Football World Cup)। লক্ষ লক্ষ ফুটবল সমর্থক স্টেডিয়ামে বসে সমর্থন করছেন নিজেদের প্রিয় দলকে।
এবারের বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করছে বিশ্বের সবথেকে জনপ্রিয় ফুটবল খেলিয়ে দেশগুলিও। ব্রাজিল (Brazil), আর্জেন্টিনার (Argentina) সঙ্গে পাল্লা দিয়ে পারফরম্যান্স করছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালও (Portugal)। বিশ্বকাপের প্রথম ম্যাচে চোট পেয়ে বেশ কিছুদিনের বিশ্রামের চলে গিয়েছেন নেইমার। তবে নেইমার খেলতে না পারলেও বিশ্বকাপে দাপট দেখাচ্ছে রোনাল্ডো, মেসিরা।
ইতিমধ্যে বেশ কয়েকটি দেশ বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে। মঙ্গলবার গভীর রাতে একসঙ্গে চারটি দেশ পৌঁছে গেল বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে।
মঙ্গলবার গভীর রাতে বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড এবং ওয়েলস। এই ম্যাচে ওয়েলস কে ৩-০ ব্যবধানে হারিয়ে গ্রূপ-বি থেকে বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে চলে গেল হ্যারিকেনের ইংল্যান্ড দল। অপরদিকে ১-০ ব্যবধানে ইরানকে হারিয়ে বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে চলে গেল আমেরিকা।
গ্রুপ এ থেকে আয়োজক দেশ কাতারকে ২-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে চলে গেল নেদারল্যান্ডস। এছাড়াও ইকুয়েডর কে ২-১ ব্যবধানে হারিয়ে এই গ্রূপ থেকে বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে চলে গেল সেনেগাল।