আবারও ইংল্যান্ডের (England) অ্যাশেজ সিরিজ (The Ashes) জয়ের স্বপ্ন ভেঙ্গে গেল। ম্যানচেস্টার টেস্ট জয়ের কাছাকাছি এসেও শেষ রক্ষা করতে পারলো না ইংল্যান্ড দল। ভাগ্য অস্ট্রেলিয়ার পক্ষে ছিল এবং আবারও ট্রফিটি অস্ট্রেলিয়ার কাছেই থাকবে। স্টোকস, অধিনায়ক হওয়ার পর প্রথম ম্যাচ ড্র করে ইংল্যান্ড। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে অ্যাশেজের চতুর্থ টেস্টের পঞ্চম ও শেষ দিনে বৃষ্টির কারণে একটি বলও করা যায়নি (ENG vs AUS)। এই কারণে ম্যাচটি ড্র হয়। ম্যাচ ড্র করে অ্যাশেজ ট্রফি ধরে রেখেছে অস্ট্রেলিয়া।
মাত্র এক ম্যাচ বাকি থাকতেই সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া। এতে ইংল্যান্ডের স্বপ্ন আবারও ভেঙে যায়। শনিবার দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া পাঁচ উইকেটে ২১৪ রান করেছিল, এবং প্রথম ইনিংসের ভিত্তিতে স্বাগতিক ইংল্যান্ডের চেয়ে ৬১ রান পিছিয়ে ছিল। অস্ট্রেলিয়া ২০১৮ সাল থেকে অ্যাশেজ ট্রফি ধরে রেখেছে। প্রসঙ্গত, ইংল্যান্ড শেষ টেস্ট জিতলেও সিরিজে ২-২ সমতা থাকবে।
সিরিজ টাই হলে, ট্রফিটি সেই দলের কাছেই থাকে যেটি গতবার বিজয়ী হয়েছিল। অস্ট্রেলিয়া ২০২১-২২ সালে অ্যাশেজ সিরিজ ৪-০ ব্যবধানে জিতেছিল। তার আগে ২০১৯ সালে ইংল্যান্ডে সিরিজ ড্র হয়েছিল। তারপরও ট্রফিটি অস্ট্রেলিয়ার কাছেই ছিল কারণ তারা ২০১৭-১৮ সালেও জিতেছিল। ম্যাচের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৩১৭ রান করে। বিস্ফোরক ব্যাটিং করতে গিয়ে ইংল্যান্ড করে ৫৯২ রান করে।
The fourth Test has been abandoned. Australia retain the #Ashes
— cricket.com.au (@cricketcomau) July 23, 2023
ওপেনার জ্যাক ক্রাউলি ১৮২ বলে ১৮৯ রান করেন। জনি বেয়ারস্টোরের ব্যাট থেকে আসে ৯৯ রানের অপরাজিত ইনিংস। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ৫ উইকেটে ২১৪ রান করে। মারনাস লাবুশেন খেলেছেন ১১১ রানের ইনিংস। মিচেল মার্শ ৩১ রান করে অপরাজিত থাকেন। উল্লেখ্য, সিরিজের শেষ ম্যাচটি ২৭ জুলাই ওভাল মাঠে অনুষ্ঠিত হবে।