রিভিউ না নিয়ে উইকেট খোয়ালেন, ক্রিকেটের নিয়ম না জানা নিয়ে ট্রোল পাকিস্তানি ক্রিকেটাররা

বৃহস্পতিবার টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 world cup) গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল সাউথ আফ্রিকা (South Africa) এবং পাকিস্তান (Pakistan)। বিশ্বকাপের সেমি ফাইনালের লড়াইয়ে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হত পাকিস্তানকে। অপরদিকে সেমিফাইনাল নিশ্চিত করতে গেলে এই ম্যাচ জয় গুরুত্বপূর্ণ ছিল সাউথ আফ্রিকার কাছেও। গুরুত্বপূর্ণ এই ম্যাচে সাউথ আফ্রিকাকে ৩৩ রানে হারিয়ে সেমিফাইনালে আসা বাঁচিয়ে রেখেছে পাকিস্তান (Pakistan)।

এই ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে মাত্র ৪৩ রানের চার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান (Pakistan)। সেই সময় পাকিস্তানের হয়ে ব্যাট হাতে জ্বলে ইফতিখার আহমেদ, মহম্মদ নাওয়াজ এবং সাদাব খান। এই তিনজনের ব্যাটে ভর করে নির্ধারিত কুড়ি ওভার শেষ ১৮৫ রান তোলে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে বৃষ্টির কারণে ম্যাচের ওভার সংখ্যা কমে আসায় সাউথ আফ্রিকার কাছে টার্গেট হয়ে দাঁড়ায় ১৪২।

এই ম্যাচ জিততে গেলে ১৪ ওভারে ১৪২ রান করতে হত সাউথ আফ্রিকাকে কিন্তু শুরু থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে সাউথ আফ্রিকা। পাকিস্তানের হয়ে বল হাতে জ্বলে ওঠেন শাহীন শাহ আফ্রিদি। সাউথ আফ্রিকার ইনিংস শেষ হয়ে যায় ১০৮ রানে। ৩৩ রানে এই ম্যাচ জিতে নেয় পাকিস্তান।

এই ম্যাচ জিতে নিজেদের সেমিফাইনালের আসা বাঁচিয়ে রাখলেও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোল হচ্ছেন পাকিস্তানি ক্রিকেটাররা। পাকিস্তানী ক্রিকেটার মহম্মদ নাওয়াজকে আইসিসি নিয়ম না জানা নিয়ে ট্রোল করা হচ্ছে।

পাকিস্তানের ইনিংসের ১৩ তম ওভারে ব্যাট করছিলেন মহম্মদ নাওয়াজ। শামসির বল সুইপ মারতে গেলে বল নাওয়াজের ব্যাটে লেগে চলে যায়। সেই সময় দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা এলবিডব্লিউর আবেদন করেন। আম্পায়র আউট দিয়ে দেন তবে সেদিকে না তাকিয়ে নাওয়াজ রান নেওয়ার জন্য দৌড়াতে থাকেন। সেই সময় নাওয়াজকে রান আউট করে দেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। সেটা দেখে মাথা নিচু করে প্যাভিলিয়নের দিকে চলে যান নাওয়াজ। আসলে প্রথমত নাওয়াজ এলবিডব্লিউ রিভিউ করলে তিনি বেঁচে যেতেন আর একবার আম্পায়ার যদি কোন সিদ্ধান্ত দিয়ে দেয় তাহলে সেটা ডেড বল হয়ে যায় এক্ষেত্রে তার রান আউট হওয়ার কোন সম্ভাবনা ছিল না। তারপরই সোশ্যাল মিডিয়ায় নাওয়াজকে ট্রোল করে ক্রিকেট ভক্তরা লিখতে থাকেন নাওয়াজ আইসিসির নিয়মই জানেন না।