এশিয়া কাপের প্রথম ম্যাচে নেপালকে হারিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করেছে পাকিস্তান। অপরদিকে আজ পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করছে ভারত (India)। তবে ম্যাচের আগেই বোমা ফাটালেন পাক প্রাক্তনী শোয়েব আখতার (Shoaib Akhtar)।
২০১৯ ওয়ানডে বিশ্বকাপে শেষবার ওয়ানডে ফরমেটে একে অপরের মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান। তারপর দীর্ঘ চার বছর ভারত এবং পাকিস্তানের মধ্যে কোন ওয়ানডে ম্যাচ হয়নি। চার বছর বাদে ওডিআই ফরম্যাটে ফের মুখোমুখি ভারত-পাকিস্তান। স্বাভাবিকভাবেই এই ম্যাচ নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে।
এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচের আগে বিস্ফোরক মন্তব্য করলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব অখতার। শোয়েব আখতার দাবি করেন এই মুহূর্তে বাবর আজমরা বিশ্বের এক নম্বর ওডিআই দল। পাকিস্তানের যা ফর্ম রয়েছে তারা ভারতকে গুঁড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে।
নিজের ইউটিউব চ্যানেলে প্রায় দিনই বিভিন্ন মন্তব্য করে থাকেন শোয়েব আখতার। এদিন আখতার বলেন, “এই পাকিস্তান দল এখন অনেক বেশি পরিপোক্ত। ওদের যথেষ্ট চাপ নেওয়ার ক্ষমতা আছে। পাকিস্তান দারুন শক্তিশালী দল। যদি প্রথমে ব্যাট করে তাহলে পাকিস্তান তো পুরো ছাতু করে দেবে ভারতকে। তবে ভারত টসে জিতলে পাকিস্তানে সমস্যা হতে পারে। কারণ বল তেমন সুইং করছে না আলোয়।”
এছাড়া আখতার বলেন আগে ব্যাটিং এর জন্য বারবার সমস্যা সম্মুখীন হতে হত পাকিস্তানকে কিন্তু এখন পরিস্থিতি অনেকটাই পাল্টে গিয়েছে। পাকিস্তান তাদের ব্যাটিং যথেষ্ট শক্তিশালী করেছে।