জোড়া সেঞ্চুরি! দুর্বল নেপালকে হারিয়ে এশিয়া কাপের প্রথম ম্যাচে বড় জয় পাকিস্তানের

অনেক বিতর্কের পর অবশেষে শুরু হল এশিয়া কাপ (Asia Cup)। বুধবার থেকে শুরু হয়েছে এবারের এশিয়া কাপ (Asia Cup)। এশিয়া কাপের প্রথম ম্যাচে পাকিস্তানের মুলতানে মুখোমুখি হয়েছিল পাকিস্তান এবং নেপাল। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

দুর্বল প্রতিপক্ষ নেপালের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেও শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান। ১৪ রান করে ফিরে যান ফকর জমান, ৫ রান করে আউট হন ইমাম উল হক। শুরুতেই পরপর দুই উইকেট হারালেও পাকিস্তানের ব্যাটিংয়ের হাল ধরেন অধিনায়ক বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান। ৪০ রান করে আউট হয়ে যান রিজওয়ান।

পাকিস্তান পরপর উইকেট হারালেও একদিকে ইনিংসের হাল ধরেছিলেন পাক অধিনায়ক বাবর আজম। মুলতানের মন্থর পিচে দুর্দান্ত ব্যাটিং করলেন বাবর। এশিয়া কাপের প্রথম ম্যাচে সেঞ্চুরি করলেন। এদিন ১৩১ বলে ১৫১ রানের ইনিংস খেলেন বাবর। বাবর ছাড়াও এদিন দুর্দান্ত ইনিংস খেললেন ইফতিকার আহমেদ। ৭১ বলে ১০৯ রানের ইনিংস খেললেন তিনি। এই দুজনের জোড়া শতরানের সুবাদে ৬ উইকেটে ৩৪২ রান করে পাকিস্তান।

জয়ের জন্য ৩৪৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে নেপালের ব্যাটাররা ধরে খেলার চেষ্টা করেন। অযথা ঝুঁকি নেননি রোহিত পাউডেলেরা। তবু নেপালের প্রথম তিন ব্যাটার সাফল্য পেলেন না।

পাকিস্তানের ভয়ংকর বোলিংয়ের সামনে কিছুটা লড়াই করলেন চার নম্বরে নামা আরিফ শেখ এবং সোমপাল। আরিফের ব্যাট থেকে এল ৩৮ বলে ২৬ রান। মারলেন পাঁচটি চার। চারটি চারের সাহায্যে সোমপাল করলেন ৪৬ বলে ২৮ রান। ১০৪ রানেই শেষ হয়ে যায় নেপালের ইনিংস। এশিয়া কাপের প্রথম ম্যাচে নেপালের বিরুদ্ধে ২৩৮ রানের বিরাট জয় তুলে নিল পাকিস্তান।