হোঁচট খেতে খেতে সেমিফাইনালে উঠেই বাজিমাত করলো পাকিস্তান Pakistan। সেমিফাইনালে নিউজিল্যান্ডকে (New Zealand) হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছে পাকিস্তান (Pakistan)। সেমিফাইনালে পাক বোলারদের দুর্দান্ত পারফরমেন্স এবং ব্যাট হাতে অধিনায়ক বাবর আজম (Babar Azam) এবং মহম্মদ রিজুওয়ানের (Mahammad Rizwan) হাফ সেঞ্চুরির উপর ভর করে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল পাকিস্তান।
#T20WorldCup #ICCT20WorldCup2022 #Semifinal #NZvsPAK #PAKvsNZ #Whitedressgirl #ICC #awesomegirl #whitedress
White dress girl pic.twitter.com/ovbcBhZJdq
— AnurAg rAwAl (@anuragrawal7865) November 9, 2022
বুধবার গুরুত্বপূর্ণ সেমিফাইনাল ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন নিউজিল্যান্ড এর অধিনায়ক কেন উইলিয়ামসন (Ken Willimson)। প্রথমে ব্যাটিং করে শুরুতেই পরপর উইকেট হারিয়ে যাবে পড়ে গেলেও অধিনায়ক কেন উইলিয়ামসন এবং ডার্টি মিচেলের ব্যাটে করে নির্ধারিত কুড়ি ওভার শেষে চার উইকেট হারিয়ে ১৫৩ রান তোলে নিউজিল্যান্ড।
সেমিফাইনালের মত গুরুত্বপূর্ণ ম্যাচে ১৫৩ রান দেখে মনে হচ্ছিল খুবই ভালো পজিশনে আছে নিউজিল্যান্ড। তবে ব্যাটিং করতে নেমে পুরো হিসাব বদলে দিলেন পাকিস্তানের দুই ওপেনার মহম্মদের রিজওয়ান এবং বাবর আজম। দুজনে হাফ সেঞ্চুরি করে পাকিস্তানকে ম্যাচ জিতিয়ে দিলেন। আর এই জয়ের ফলে ফাইনালে চলে গেল পাকিস্তান। ফাইনালে পাকিস্তান কার মুখোমুখি হবে সেটা ঠিক হবে আজ ইংল্যান্ড বনাম ভারতের ম্যাচের ফলাফলের উপর।
পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের সেমিফাইনাল ম্যাচে মাঠের মধ্যে দেখা গেল এক অদ্ভুত ঘটনা। পাকিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচ দেখতে মাঠে হাজির হয়েছিলেন এক সুন্দরী পাক সমর্থক। তাকে দেখা গেল ম্যাচ চলাকালীন তিনি একাধিকবার পাকিস্তানের জয়ের জন্য প্রার্থনা করছেন। ম্যাচে যখন নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালের টিকিট পেয়ে যায় পাকিস্তান সেই সময় সেই সুন্দরী পাক মহিলা ভক্তকে দেখা গেল মাঠের মধ্যে তিনি ‘ফ্লাইং কিস’ দিচ্ছেন।
#T20WorldCup #ICCT20WorldCup2022 #Semifinal #NZvsPAK #PAKvsNZ #Whitedressgirl #ICC #awesomegirl #whitedress
White dress girl pic.twitter.com/ovbcBhZJdq
— AnurAg rAwAl (@anuragrawal7865) November 9, 2022
এই ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করায় সকলের নজর ছিল পাকিস্তানি ক্রিকেটারদের উপর। কিন্তু কয়েক মিনিটের জন্য সকলের নজর আকর্ষণ করেছিলেন এই পাক মহিলা ক্রিকেট ভক্ত। ইতিমধ্যেই এই পাকিস্তানি মহিলা ক্রিকেট ভক্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।