‘টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২২’ (T-20 World Cup 2022) এর নেদারল্যান্ডসকে হারিয়ে জয়ের শিখে ছিঁড়েছে পাকিস্তানের। আজ পারথে নেদারল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে জিতে নিল বাবর আজমের দল। প্রথমে নেদারল্যান্ডস ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯১ রান সংগ্রহ করে। জবাবে পাকিস্তান ব্যাট করতে নেবে ৪ উইকেট হারিয়েই প্রয়োজনীয় রান তুলে নেন। ঘটনাচক্রে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টিতে পাকিস্তানের এটিই প্রথম জয়।
এই ম্যাচে (PAK Vs NED) টসে জিতে প্রথমে ব্যাট করা সিদ্ধান্ত নেন অধিনায়ক স্কট এডওয়ার্ডস। সেই সিদ্ধান্ত ভুল হয় নেদারল্যান্ডস অধিনায়কের। পাকিস্তানের বোলারদের কাছে ল্যাজেগোবরে হয় নেদারল্যান্ডেসের ব্যাটসম্যানরা। গোটা ইনিংস জুড়ে মাত্র ৯১ দুই অংকের রান তোলেন। ব্যাটসম্যানরাও একের পর এক অসফল। অন্যদিকে পাকিস্তানের বোলাররা বল হাতে সকলেই সফল। দুর্দান্ত বল করেন শাদাব খান, তিনি ৩ উইকেট। মোহাম্মদ ওয়াসিম ২ উইকেট। নাসিম, শাহিন ও হ্যারিস একটি করে উইকেট।
এই ম্যাচ পাকিস্তান জিতে নিলেও ওপেনিং জুটির কোন পরিবর্তন আসেনি। মনে করা হয়েছিল এই ম্যাচে পাকিস্তান জুটি হয়তো ছন্দে ফিরবেন, হয়তো আর কোন ব্যাটসম্যানকে নামতে হবে না। কিন্তু এমনটা হয়নি। এই ম্যাচেও পাকিস্তানের ওপেনিং জুটি ব্যর্থ। নেদারল্যান্ডস এই ম্যাচে আর অল্প বেশি রান করলে হয়তো একটা দুর্দান্ত লড়াই দেখা যেত।
পাকিস্তানের ওপেনার বাবর আজম ৫ বলে মাত্র ৪ রান করে ফিরে যান। অন্যদিকে মোহাম্মদ রিজওয়ান শুরুটা ভালো করলেও আশানুরূপ হয়নি। মনে করা হয়েছিল তার ব্যাট থেকে হয়তো প্রথম অর্ধশত রান আসতে পারে। অর্ধশত রানের ১ রান দূরেই থেমে যায় তার ইনিংস। ৩৯ বলে ৪৯ রান করে প্যাভিলিয়নের ফিরে যান তিনি।
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান প্রথম দুই ম্যাচ হেরে নিজেদের সেমিফাইনাল কোয়ালিফায়ে রাস্তা অনেকটাই কঠিন করে নিয়েছে। পাকিস্তানকে কোয়ালিফাই এর জন্য বাকি দুই ম্যাচ ভালো পারফরম্যান্স সমেত জিততে হবে। ছোট ফরম্যাটের ক্রিকেটে অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তানের এটাই প্রথম জয়।