‘টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২২’ (T-20 World Cup 2022) শুরু হতে চলেছে আগামী ১৬ অক্টোবর অর্থাৎ হাতে আর বেশি দেরি নাই। ইতিমধ্যে অংশগ্রহণকারী প্রত্যেক দল নিজেদের প্রস্তুত করতে ব্যস্ত। ২২ গজে লড়াইয়ের জন্য তাদের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করছে একের পর এক দলগুলি। এরই মধ্যে বেশ কিছু টিম নিজেদের জার্সির পরিবর্তন এনেছে।
হ্যাঁ, ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বেশকিছু দল তাদের নতুন জার্সি লঞ্চ করেছে। সম্প্রতি, ভারতের নতুন জার্সির ফাস্ট লুক সামনে এসেছিল। এরপর প্রতিবেশী দেশ পাকিস্তান ক্রিকেট (Pakistan Cricket) দলের জার্সির ফাস্ট লুক প্রকাশ্যে এসেছে।
সম্প্রতি, পাকিস্তানের নতুন জার্সির (Pakistan New Jersey) সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে। তাদের এই নতুন জার্সি নেটিজেনদের কাছে হাসির খোরাক হয়ে উঠেছে। নতুন জার্সি গায়ে বাবর আজম ও অন্যান্য খেলোয়াড়দের ছবি ব্যাঙ্গসুরে শেয়ার করেছে, যা সেগুলি এখন সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল।
হ্যাঁ, ব্যবহারকারীরা অনেকেই পাকিস্তানের নতুন জার্সিকে নিয়ে হাস্যকর মন্তব্য করেছে। তাদের এই জার্সিকে বিভিন্ন লুকে শেয়ার করে, ঠাট্টা এখন তুঙ্গে। তাদের এই জার্সি দেখে এক ভক্ত বলেছেন, পাকিস্তানের জার্সি তরমুজের (Pakistan Jersey Watermelon) মতই, “তরমুজের নকশা থেকে এই জার্সি তৈরি করা হয়েছে।” আসলে পাকিস্তানের নতুন জার্সির লুক (Pakistan New Jersey Look) এমনই হয়েছে যেটা দেখতে পুরোপুরি তরমুজের মতোই। তরমুজের উপরের অংশ ও জার্সির রং সমান।শুধু তাই নয় ব্যবহারকারীরা অনেকেই অনেক মন্তব্য করেছেন…..। আসুন দেখে নি পাকিস্তানের নতুন জার্সির লুক
Same energy #Pakistan #new #kit pic.twitter.com/qnBm4Jth2w
— rafay👑❤️ (@Rafay_ali32) September 18, 2022
Pakistan's kit for WT20? Someone please say No pic.twitter.com/mRZo4qrWSZ
— Noman Bin Basheer (@NomanBinBasheer) September 18, 2022
Pakistan Jersey looks like watermelon 🍈. #PakistanJersey https://t.co/ud52wj1csV
— Dibakar Nayak 🇮🇳(ଦିବାକର ନାୟକ) (@iamdibakarnayak) September 18, 2022
PAKISTAN Jersey For Upcoming T20 World Cup.
The Best Thing About This Picture Is That The Men & Women Players Stand Side by Side! Kudos To Marketing Team! #T20WorldCup2022 #PakistanCricket #BabarAzam𓃵 pic.twitter.com/gsVj9zLCro
— Hoor Babarian🇵🇰 (@SyedaHooram) September 19, 2022
Pakistan fans trolling Indian jersey..
~Meanwhile Pakistan jersey.. pic.twitter.com/4wGc3vDiK3
— รѵҡ (@GrimRea27782254) September 18, 2022
Pakistan cricket jersey on sale 100 percent discount pic.twitter.com/mortlR21HY
— Ctrl C Ctrl Memes (@Ctrlmemes_) September 19, 2022
Leaked: Pakistan's jersey for #T20wc2022 #T20WorldCup #T20WorldCup2022 #Pakistan #PCB pic.twitter.com/qOIS2AFe6M
— Abrar Salim (@abraruae) September 18, 2022
এক ব্যবহারকারী, ছবির একদিকে বাবর আজম ও আরেকদিকে তরমুজের ছবি শেয়ার করে বলেন, ‘দুজনেরই সেম এনার্জি’। এরপর আরেক ব্যবহারকারী ঠাট্টা করে বলেন, পাকিস্তানের ক্রিকেট জার্সি সেল দেওয়া হচ্ছে, দুপুরে ১০০% ডিসকাউন্ট। এই প্রসঙ্গে আবার কিছু ভক্ত বলেন, জার্সির রং যাই হোক না কেন মাঠের মধ্যে প্রতিভাটাই আসল।