“পাকিস্তানের স্টেডিয়ামগুলি ভাড়া দেওয়া হত বিয়ে বাড়ির জন্য”, আবেগপ্রবণ শাহিদ আফ্রিদি

২০০৯ সালে পাকিস্তান ক্রিকেটে (Pakistan Cricket Team) ঘটে যায় এক কলঙ্কিত ঘটনা। সেই বছর পাকিস্তানে সিরিজ খেলতে গিয়েছিল শ্রীলংকা ক্রিকেট দল (Srilanka Cricket Team)। আর সেই সময় শ্রীলংকা ক্রিকেট দলের ওপর জঙ্গি হামলা করা হয়েছিল। আর তারপর থেকেই পাকিস্তানকে কার্যত এক ঘরে করে দিয়েছিল ক্রিকেট দুনিয়া। দীর্ঘ বারো বছরেরও বেশি সময় পাকিস্তানে কোন আন্তর্জাতিক ম্যাচ হয়নি। কোন ক্রিকেটার পাকিস্তানে খেলতে যাওয়ার কথা শুনলেই আতঙ্কে ভয়ে আতকে উঠতেন। আর সেই কারণে দীর্ঘ ১২ বছর কোন ক্রিকেট দলই পাকিস্তানে (Pakistan) খেলতে যায়নি।

তবে বর্তমানে পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক হয়েছে। পাকিস্তান ক্রিকেট (Pakistan Cricket) বোর্ডের এবং সে দেশের ক্রিকেটারদের ক্রমাগত প্রচেষ্টার ফলে পাকিস্তানের ভাবমূর্তি কিছুটা ফিরেছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি দেশ পাকিস্তানে দ্বিপক্ষীক সিরিজ খেলে এসেছে।

পাকিস্তানে যে বিভিন্ন দেশ খেলতে যাচ্ছে এটা দেখে খুবই খুশি হয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি। তবে বর্তমানে পাকিস্তানে বিভিন্ন দেশ খেলতে গেলেও ২০০৯ সালে এবং তার পরবর্তী বেশ কিছু বছর পাকিস্তান ক্রিকেটের অবস্থার কথা ভেবে আবেগপ্রবণ হয়ে পড়েছেন তিনি।

২০০৯ সালে শ্রীলংকা ক্রিকেট দলের বাসের উপর যখন জঙ্গি হামলা করা হয়েছিল তারপর থেকে পাকিস্তানকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছিল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। সেই সময় পাকিস্তানে কোন দেশই ক্রিকেট খেলতে যেত না। আর এমন অবস্থায় পাকিস্তানের স্টেডিয়াম গুলি তখন বিভিন্ন বিয়ে বাড়িতে ভাড়া দেওয়া হত।

এইদিন শাহিদ আফ্রিদি বলেন, “২০০৯ সালের পর ওই সময়টা আমাদের জন্য খুবই কঠিন ছিল। সেই সময় আমাদের প্রিয় স্টেডিয়াম গুলি যেগুলিতে আমরা ছোট থেকে খেলে বড় হয়েছি সেই স্টেডিয়াম গুলি বিয়ে বাড়িতে পরিণত হয়েছিল। যা দেখে আমরা খুবই কষ্ট পেয়েছিলাম তবে দীর্ঘদিনের প্রচেষ্টার পর ফের পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে এটা দেখে খুবই ভালো লাগছে।”