এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের (T-20 WorldCup 2022) সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের (England Vs India) লজ্জা জনক হারে হতাশ সকলেই। ভারতকে একটি টি-টোয়েন্টির শক্তিশালী দল হিসেবে বিবেচিত করা হলো প্রমাণ করতে ব্যর্থ। ভারতের এমন হারে সমালোচনার মুখে পড়তে হয়েছে প্রাক্তন ক্রিকেটারদের। সমালোচনা করতে ছাড়েনি সীমান্তের ওপার থেকে একের পর এক কিংবদন্তিরা। এবার ভারতের হার নিয়ে মুখ খুললেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম আক্রম (Wasim Akram)।
ম্যাচের পর ভারতের হার নিয়ে কোচ রাহুল দ্রাবিড়কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন, “ভারতীয়রা বিদেশি লিগ খেলতে না যাওয়াই ব্যর্থতার মূল কারণ।” এরপর তাকে জিজ্ঞাসা করা হয়েছিল ইংল্যান্ড ক্রিকেটাররা অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ খেলতে গিয়ে লাভবান হয়েছে কিনা? এই প্রশ্নের উত্তরের রাহুল দ্রাবিড় বলেছিলেন, অবশ্যই তারা এটাতে একটা এক্সট্রা সুবিধা পেয়েছে।
এবার ভারতের হার নিয়ে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটের ওয়াসিম আক্রম রাহুলের পথেই হাটলেন। ওয়াসিম আক্রম বিদেশি লীগের পাশাপাশি IPL কেউ মূল কারণ হিসাবে দেখিয়েছে। তিনি বলেন, “ভারতীয়রা বিদেশি লীগ খেলতে যায় না। তাছাড়া ২০০৮ থেকে IPL শুরু হওয়ার পর ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারেনি।”
এক সাক্ষাৎকারে ওয়াসিম বলেছেন, IPL শুরু হয়েছে ২০০৮ সাল থেকে। তার আগে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে এমএস ধোনির নেতৃত্বে ২০০৭ সালে। এখান থেকে পার্থক্যটা সকলেই বুঝতে পারছেন। ভারতীয়দের যদি বিদেশি লিগ খেলতে যাওয়ার অনুমতি দেওয়া হয়, তাহলে এই খেলোয়াড়দের দৃষ্টিভঙ্গির কি পার্থক্য হবে।
অয়াসিম আকরমের মতে ভারতীয়রা যদি বিদেশি লিগ খেলেন, তাহলে তার একটা আলাদা অভিজ্ঞতা তৈরি হবে। যা ম্যাচের যেকোনো পরিস্থিতিকে সামাল দিতে সুবিধা হবে। তাছাড়া বিদেশীরা ভারতে এসে আইপিএল খেলে প্রত্যেক ভারতীয় ক্রিকেটারের শক্তিশালী ও দুর্বলতা পয়েন্ট খুজে ফেলে। আর প্রতিপক্ষ দল সেই দুর্বল জাগাতেই আঘাত করে। IPL খেলার জন্য তরুণরাও বিদেশীদের কাছে অপরিচিত থাকে না।