এশিয়া কাপ ২০২৩ (Asia Cup 2023) শুরু হবে ৩০শে আগস্ট থেকে। এই টুর্নামেন্টের জন্য পাকিস্তান, নেপাল ও বাংলাদেশের চূড়ান্ত দল ঘোষণা করা হয়েছে। ক্রিকেট ভক্তদের চোখ এখন টিম ইন্ডিয়া’র স্কোয়াডের দিকে। যে কোনো সময় ভারতীয় দল ঘোষণা করা হতে পারে। এর আগে স্টার স্পোর্টস, এশিয়া কাপ ২০২৩-এর ধারাভাষ্য প্যানেলের তালিকা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে। পীযূষ চাওলা, রবি শাস্ত্রী, গৌতম গম্ভীর এবং হরভজন সিংয়ের মতো অনেক অভিজ্ঞদের নাম এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।
স্টার স্পোর্টস তার এক্স (টুইটার) অ্যাকাউন্টে ধারাভাষ্য প্যানেল ঘোষণা করেছে। এবার ভারতের পাশাপাশি ধারাভাষ্য প্যানেলে স্থান পেয়েছেন পাকিস্তান, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটাররা। এতে ভারত থেকে রবি শাস্ত্রী, গৌতম গম্ভীর, হরভজন সিং, ইরফান পাঠান, পীযূষ চাওলা, সঞ্জয় বাঙ্গার, সঞ্জয় মাঞ্জরেকর, দীপ দাশগুপ্ত, মোহাম্মদ কাইফ, আদিত্য তারে এবং রজত ভাটিয়ার নাম রয়েছে।
পাকিস্তানের ধারাভাষ্য প্যানেলে আছেন ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, আমির সোহেল এবং ওয়াজিদ খান। জিম্বাবুয়ের সাবেক খেলোয়াড় ও সাবেক কোচ অ্যান্ডি ফ্লাওয়ার, সাবেক শ্রীলঙ্কার ক্রিকেটার মারভান আতাপাত্তু, সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার ম্যাথিউ হেইডেন, এছাড়া ইংল্যান্ডের ডমিনিক কর্ক’ও ধারাভাষ্য প্যানেলে জায়গা পেয়েছেন।
এশিয়া কাপ 2023 এর জন্য দলের স্কোয়াড:
পাকিস্তান দল- আব্দুল্লাহ শফিক, ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), সালমান আগা, টি. তাহির, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ হারিস, ফাহিম আশরাফ, হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাদির শাহ, শাহীন আফ্রিদি।
বাংলাদেশ স্কোয়াড- সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মামহুদ, মাহেদী হাসান, নাসুম আহমেদ, শামীম হোসাইন, আফিম হোসেন, শরফুল ইসলাম, আবদোত হোসেন, মোহাম্মদ নাঈম।
নেপাল দল- রোহিত পাউডেল (অধিনায়ক), আসিফ শেখ, কুশল ভুর্টেল, ললিত রাজবংশী, ভীম সারকি, কুশল মাল্লা, দীপেন্দ্র সিং আইরে, সন্দীপ লামিছানে, করণ কেসি, গুলশান ঝা, সোমপাল কামি, আরিফ শেখ, প্রতিস জিসি, কিশোর মাহতো, সন্দীপ জোরা, অর্জুন সৌদ ও শ্যাম ঢাকল।