ঘরোয়া ক্রিকেটে নিয়মিত রান করেও ভারতীয় দলের সুযোগ না পাওয়ায় এই মুহূর্তে ইংল্যান্ডে ঘরোয়া ক্রিকেট খেলছেন পৃথ্বী শ (Prithvi Shaw)। বুধবার নর্দম্পটনশায়ারের হয়ে ১৫৩ বলে ২৪৪ রানের ইনিংস খেললেন ভারতের তরুণ ক্রিকেটার পৃথ্বী শ (Prithvi Shaw)। সেই সঙ্গে গড়লেন পাঁচটি রেকর্ড।
A masterclass from Prithvi Shaw propelled Northamptonshire to an 87 run victory over Somerset.
Rob Keogh then claimed a career best 4/49 as the Steelbacks climbed to second on the Group B table.
— Northamptonshire CCC (@NorthantsCCC) August 9, 2023
১) ওলি রবিনসন এর রেকর্ড ভেঙ্গে ইংল্যান্ডের ওয়ানডে কাপে সর্বোচ্চ ইনিংস খেললেন পৃথ্বী শ। ২০২২ সালে কেন্টের বিরুদ্ধে ২০৬ রানের অনবদ্য ইনিংস খেলেন রবিনসন। এদিন ২৪৪ রানের ইনিংস খেলে সেই রেকর্ড ভেঙে দিলেন পৃথ্বী।
২) রোহিত শর্মার পর ভারতের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে পঞ্চাশ ওভারের ক্রিকেটে একাধিক ডাবল সেঞ্চুরি করলেন পৃথ্বী শ।
৩) প্রথম ক্রিকেটার হিসেবে ৫০ ওভারের ফরম্যাটে ২টি আলাদা দেশের হয়ে ডাবল সেঞ্চুরি করেন পৃথ্বী।
৪) চেতেশ্বর পূজারার পরে দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ান ডে কাপে ১৫০ রানের গণ্ডি টপকান পৃথ্বী শ।
৫) নর্দাম্পটনশায়ারের হয়ে লিস্ট-এ ক্রিকেটে সব থেকে বেশি রানের ব্যক্তিগত ইনিংসের রেকর্ড গড়েন পৃথ্বী।
This is 6 minutes of pure batting heaven from Prithvi Shaw.
Enjoy. 😍pic.twitter.com/iKKjOOF3i1
— Northamptonshire CCC (@NorthantsCCC) August 9, 2023
এদিন খেলার শুরু থেকে বেশ রক্ষণাত্মক ব্যাটিং করছিলেন পৃথ্বী। ৮১ বলে সেঞ্চুরি করেন তিনি। তবে তারপরে হাত খুলে খেলতে শুরু করেন পৃথ্বী। শেষ পর্যন্ত ১২৯ বলে ডবল সেঞ্চুরি এবং ১৫৩ বলে ২৪৪ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলে পৃথ্বী শ। পৃথ্বীর এই ইনিংসটি সাজানো ছিল ২৮টি চার ও ১১টি ছক্কা দিয়ে।