বর্তমানে ভারতের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় প্রতিযোগিতা হল রঞ্জি ট্রফি (Ranji Trophy)। যেখানে প্রতিনিয়ত বেশ কিছু ক্রিকেটার দুর্দান্ত পারফরম্যান্স করে সকলের নজর কারছেন। মঙ্গলবার এমনই কিছু করলেন ভারতীয় তরুণ ব্যাটার পৃথ্বী শাও (Prithvi Shaw)। যিনি মুম্বাই দলের অংশ, তিনি প্রথম দিনে গুয়াহাটিতে আসামের বিরুদ্ধে ২৪০ (Prithvi double century) রানের অপরাজিত ইনিংস খেলেন। তার ইনিংসটি সাজানো ছিল ১টি ছক্কা ও ৩৩টি চার দিয়ে।
এই নিয়ে পৃথ্বী শে’র এইটা দ্বিতীয়বার ডাবল সেঞ্চুরি। মঙ্গলবার আসামের বিপক্ষে এমনটাই নজির গড়লেন পৃথ্বী শ (Prithvi shaw record)। ৯৮ বলে সেঞ্চুরি পূরণ করেন তিনি। এরপর ২৩৫ বলে ডাবল সেঞ্চুরি (Ranji trophy double century) করেন। প্রথম দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত ২৪০ রানে অপরাজিত থাকেন।পৃথ্বী শ যে একজন বিস্ফোরক ব্যাটসম্যান তা অনেক আগেই প্রমান পাওয়া গেছে। কিন্তু তিনি দুর্দান্ত ফর্মে থাকার সত্ত্বেও আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় দলে সুযোগ পাচ্ছেন না। তবে তিনি যে মোটেও আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পায়নি তা নয়, যখন তিনি সুযোগ পেয়েছেন তেমন নজর কাড়তে পারেনি। তিনি শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০২১ সালে।
২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় পৃথ্বী শ’র। তারপর থেকে, তিনি ৫ টেস্ট ম্যাচের ৯টি ইনিংসে ৪২.৩৮ গড়ে ৩৩৯ রান করেছেন। যেখানে তার নামে একটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরি রয়েছে।
এই দিন ম্যাচে প্রথম দিনেই মুম্বাই দল ৩৯৪ রান করেন। ম্যাচে আসাম টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। কিন্তু মুম্বাইয়ের ব্যাটসম্যানরা আসামের অধিয়নাকের সিদ্ধান্ত ভুল প্রমান করলেন। মুম্বাইয়ের ওপেনিং জুটি পৃথ্বী ও মইন ১২৩ রান করেন।
এরপর পৃথ্বী শের সঙ্গে ব্যাট করেন আরমান জাফর। তিনিও ২৭ রান করেন। এরপর ব্যাট করতে আসেন অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। যিনি পৃথ্বী শে’র সঙ্গে যোগ্য সঙ্গ দেন। রাহানেও শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। ম্যাচে প্রথম দিনে খেলার শেষে মুম্বাই ২ উইকেট হারিয়ে ৩৯৪ রান তোলেন।