এই মুহূর্তে বাংলাদেশ সফরে রয়েছে ভারতীয় দল (India Team)। বাংলাদেশের সঙ্গে প্রথমে ওয়ানডে সিরিজ খেলেছে ভারত (India)। ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে ভারতকে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। এই মুহূর্তে ভারত এবং বাংলাদেশের মধ্যে চলছে দুই ম্যাচের টেস্ট সিরিজ।
Live – https://t.co/GUHODOYOh9 #BANvIND pic.twitter.com/pRO6sqCxx9
— BCCI (@BCCI) December 16, 2022
বাংলাদেশের চট্টগ্রামের প্রথম টেস্টে মুখোমুখি হয়েছে ভারত (India) এবং বাংলাদেশ (Bangladesh)। এই টেস্টে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান (Sakib All Hasan)।
ব্যাটিং করতে নেমে চেতেশ্বর পূজারা, শ্রেয়াস আইয়ার, রবিচন্দ্রন অশ্বিনের ব্যাটে ভর করে প্রথম ইনিংসে ৪০৪ রান তোলে ভারত। জবাবের ব্যাটিং করতে নেমে ভারতীয় বোলারদের দুরন্ত বোলিংয়ের সামনে ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং। ১৫০ রানেই শেষ হয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস।
বাংলাদেশকে ফলো অন করানোর সুযোগ থাকলেও ফের ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে মাত্র ২৩ রান করে আউট হয়ে যান অধিনায়ক কে এল রাহুল। তবে ব্যাট হাতে জ্বলে উঠলেন শুভমান গিল, চেতেশ্বর পূজারারা। এই ইনিংসে দুজনেই সেঞ্চুরি করেন।
He missed out on the three figure mark in the first innings, but gets there in style in the second innings.
A brilliant CENTURY by @cheteshwar1 off 130 deliveries.
Scorecard – https://t.co/GUHODOYOh9 #BANvIND pic.twitter.com/ITmYuDpYIp
— BCCI (@BCCI) December 16, 2022
১৫২ বলে ১১০ রান করেন শুভমান গিল। অপরদিকে ১৩০ বলে ১০২ রান করেন পূজারা। ১৯ রান করে নট আউট ছিলেন বিরাট কোহলি। ২৫৮ রান করে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে দেয় ভারত। চতুর্থ ইনিংসে জয়ের জন্য বাংলাদেশের সামনে ৫১৩ রানের লক্ষ্যমাত্রা রাখে ভারত। জবাবে ব্যাটিং করতে নেমে কোন উইকেট না হারিয়ে ৪২ রানে ব্যাট করছে বাংলাদেশ।