বেঁচে গেল বাংলাদেশ, অ্যাডিলেডে বৃষ্টির পূর্বাভাস! সেমিতে পৌঁছানোর চাপ বাড়লো পাকিস্তানের

আগামীকাল, বুধবারের ভারত-বাংলাদেশ (IND Vs BAN) ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। অ্যাডিলেডে অনুষ্ঠিত হতে চলেছে এই জমজমাট ম্যাচ। এরই মধ্যে বৃষ্টির পূর্বাভাস। বাতিল হতে পারে ভারত বাংলাদেশ ম্যাচ। শুধু তাই নয় আরও চারটি ম্যাচ বাতিল হওয়ার সম্ভাবনা। ভারত-বাংলাদেশ ম্যাচ বাতিল হলে উভয়েরই ক্ষতি মনে করছেন দুই দলের অধিনায়করা। কারণ, এইভাবে ম্যাচ বাতিল হওয়ার কারণে সেমিফাইনাল কোয়ালিফাইয়ের সমীকরণ আরও জটিল হয়ে দাঁড়াচ্ছে। তাই কালকের ম্যাচের দিকে তাকিয়ে ভক্তরা।

India vs Bangladesh

কালকের ভারত-বাংলাদেশ ম্যাচ (India vs Bangladesh match) খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ম্যাচ যে জিতবে সেই ডলই সেমিফাইনাল খেলা অনেকটা নিশ্চিত করবে। এখন যদি এইভাবে পয়েন্ট ভাগ করে নিতে হয় তাহলে ক্ষতি দুই দলেরই। তাই রোহিত ও সাকিবরা চাইছেন একক ভাবে ২ পয়েন্ট সংগ্রহ করতে। এদিকে আবহাওয়া দপ্তর বলছে মঙ্গলবার অর্থাৎ আজ অ্যাডিলেডে সারাদিন আংশিক মেঘাচ্ছন্ন ছিল। হালকা বৃষ্টিও দেখা গেছে।

 

অস্ট্রেলিয়ার আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার অ্যাডিলেডে বৃষ্টির সম্ভাবনা। সারাদিন আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে, বাতিল হতে পারে এই দিনের ম্যাচ। এখানে বৃষ্টির সম্ভাবনা ৬০%। বৃষ্টি বন্ধ হলেও থাকবে ঠান্ডার তাণ্ডব। বলা হচ্ছে, সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রী এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ১৭ ডিগ্রি সেলসিয়াস। যা ভারত ও বাংলাদেশের শীতকালের গড় তাপমাত্রা থেকেও কম। শুধু তাই নয় ২০ ও ৩০ কিলোমিটার বেগে বইতে পারে হাওয়া। যা খেলোয়াড়দের অসুবিধার কারণ হয়ে দাঁড়াতে পারে।

 

যদিও অস্ট্রেলিয়ায় খেলা পরিচালনা করার জন্য বোর্ডেকে অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছে। কারণ এই সময় প্রতিবছর অস্ট্রেলিয়ার আবহাওয়া খারাপ থাকে। ইংল্যান্ডের বিরুদ্ধে নিজেদের ম্যাচ বৃষ্টির জন্য বাতিল হওয়ার কারণে নিজেরদের বোর্ডকে একহাত নিয়েছিলেন কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। সমালোচনা করতে ছাড়েনি ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভনও।

Rohit shakib

এখন যদি ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২২’-র (T-20 World Cup 2022) পয়েন্ট তালিকার দিকে তাকানো হয়, তাহলে তালিকার শীর্ষে রয়েছেন দক্ষিণ আফ্রিকা। তারপর ৪ করে সমান পয়েন্ট নিয়ে ২ ও ৩ নম্বরে রয়েছেন ভারত ও বাংলাদেশ। পাকিস্তান ২ পয়েন্ট নিয়ে তালিকার ৫ নম্বরে রয়েছে। এখন যদি ম্যাচ বাতিল হয় তাহলে ভারত ও বাংলাদেশের পয়েন্ট ভাগ হয়ে ৫ করে হবে। এতে তালিকার কোন স্থান পরিবর্তন হবে না। পাকিস্তানের তুলনা ভারত ও বাংলাদেশের পয়েন্ট বেশি হয়ে যাওয়ায় সেমিফাইনালে ওঠার এক্সট্রা সুবিধা পাবে। এক্ষেত্রে চাপ বাড়বে পাকিস্তানের।