এই মুহূর্তে শ্রীলঙ্কার মাটিতে চলছে লঙ্কা প্রিমিয়ার লিগ। লঙ্কা প্রিমিয়ার লিগে অংশগ্রহণ করেছে পাকিস্তানের বেশ কয়েকজন ক্রিকেটার। সেই তালিকায় রয়েছেন পাক অধিনায়ক বাবর আজমও (Babar Azam)। লঙ্কা প্রিমিয়ার লিগে দুর্দান্ত ব্যাটিং করছেন বাবর আজম (Babar Azam)। এদিন লঙ্কা প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে সেঞ্চুরি করেন বাবর আজম। আর তারপরে বাবর নিয়ে আচমকা বেফাঁস মন্তব্য করলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান রামিজ রাজা।
The Hype LPL is Getting Just Because of Babar Azam is Unmatchable💯🔥.#BabarAzam𓃵 #BabarAzam #LPL2023 pic.twitter.com/kHHW7Si9Aq
— Shaharyar Ejaz 🏏 (@SharyOfficial) August 8, 2023
সোমবার কলম্বো স্ট্রাইকার্সের হয়ে বাবর গল টাইটান্সের বিরুদ্ধে ৫৯ বলে ১০৪ রানের ইনিংস খেলেন। বাবরের এই ইনিংস দেখে উচ্ছ্বসিত রামিজ পাক অধিনায়কের নানাভাবে প্রশংসা করছিলেন। তারই মধ্যে তিনি বলেন বাবর আজমকে বিয়ে করার কথা।
এদিন লঙ্কা প্রিমিয়ার লিগে বাবর সেঞ্চুরি করার পর তার ব্যাপক প্রশংসা করে রামিজ রাজা। রমিজ একটু থামতে পাশে থাকা অন্য এক ধারাভাষ্যকার তাঁকে বলেন, ‘‘তোমার আরও কিছু বিশেষণ যোগ করা উচিত।’’ এর পরেই রামিজ বলে ওঠেন, ‘‘আমি ওকে শুধু ভালবাসি। ওকে বিয়ে করতে চাই।’’
পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান রমিজ রাজা বরাবরই বাবর আজমের প্রশংসা করেন। পিসিবি চেয়ারম্যান থাকাকালীনও তিনি বাবরকে প্রশংসায় ভরিয়ে দিতেন। বর্তমানে ধারাভাষ্যকর হিসেবেও তিনি বাবর আজমের প্রশংসায় পঞ্চমুখ।
Ramiz Wants to marry Babar😂💯.#RamizRaja #BabarAzam #BabarAzam𓃵 pic.twitter.com/y44uHJvIXd
— Shaharyar Ejaz 🏏 (@SharyOfficial) August 7, 2023
তবে এদিন পিসিবির প্রাক্তন চেয়ারম্যানের মুখে বাবরকে বিয়ে করার কথা শুনে হেসে ওঠেন সহ- ধারাভাষ্যকারেরা। সমাজমাধ্যমেও ভাইরাল হয়েছে রামিজের ধারাভাষ্যের এই অংশ।