আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া (Australia) এবং আফগানিস্তান (Afganistan)। বিশ্বকাপের সেমিফাইনালে যেতে গেলে আজকের ম্যাচ জিততেই হতো অস্ট্রেলিয়াকে শুধু জিতলেই হতো না সেই সঙ্গে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারাতে হতো অস্ট্রেলিয়াকে (Australia)।
এই ম্যাচে টসে জিতে প্রথম অস্ট্রেলিয়া কে ব্যাটিং করতে পাঠায় আফগানিস্তানের অধিনায়ক মহম্মদ নবী। প্রথমে ব্যাটিং করতে নেমে ঝোড়ো ইনিংস খেলতে শুরু করেন অস্ট্রেলিয়ার (Australia) ওপেনার ডেভিড ওয়ার্নার। তবে দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। মাত্র তিন রান করে ফজলহক ফারুকির বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান অস্ট্রেলিয়া মারকুটে ব্যাটসম্যান ক্যামেরন গ্রিন।
শুরুটা ভালো করলেও ১৮ বলে ২৫ রান করে প্যাভিলিয়নে ফিরে যান ডেভিড ওয়ার্নার (David Warner)। স্টিভ স্মিথের খারাপ ফর্ম অব্যাহত। চার রান করে আউট হয়ে যান তিনি। সেই সময় দলের হাল ধরেন মিচেল মার্শ এবং মার্নাস স্টাইনিস। ৩০ বলে ৪৫ রান করেন মিচেল মার্চ অপরদিকে ২১ বলে ২৫ রানের ইনিংস খেলে আউট হয়ে যান মার্নাস স্টাইনিস। শেষের দিকে নেমে ৩২ বলে ৫৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন গ্লেন ম্যাক্সওয়েল। নির্ধারিত কুড়ি ওভার শেষে ১৬৮ রান তোলে অস্ট্রেলিয়া।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উসমান গনি আউট হয়ে গেলেও দুর্দান্ত ইনিংস খেলেন রহমদুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জর্ডন। ১৭ বলে ৩০ রান করে রহমদুল্লাহ অপরদিকে ইব্রাহিম জর্ডন করেন ৩৩ বলে ২৬ রান।
একটা সময় মাত্র ১০৩ রানের ছয় উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল আফগানিস্তান। সেই সময় ব্যাটিং করতে নেমে ২৩ বলে ৪৮ রানের ইনিংস খেলেন রাশিদ খান। জয়ের জন্য রাশিদ খান প্রাণপণ লড়াই করলেও ১৬৪ রানেই শেষ হয়ে যায় আফগানিস্তানের ইনিংস। চার রানে এই ম্যাচ জিতে নেই অস্ট্রেলিয়া। এই ম্যাচ জিতে নিজেদের সেমিফাইনালের আসা বাঁচিয়ে রাখলেও আগামীকাল ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা ম্যাচের উপর নির্ভর করছে অস্ট্রেলিয়ার সেমিফাইনালে যাওয়ার ভাগ্য।