প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে নজির গড়লেন রবিচন্দ্রন অশ্বিন

বুধবার থেকে ডমিনিকাতে শুরু হয়েছে ভারত (India) এবং ওয়েস্ট ইন্ডিজের (West Indies) মধ্যে প্রথম টেস্ট ম্যাচ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় দলে সুযোগ না পেলেও এই ম্যাচে প্রথম একাদশে রবিচন্দ্রন অশ্বিনকে (Ravichandran Ashwin) দলে রেখেছেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। আর সুযোগ পেয়েই ফের একবার বাজিমাত করলেন অশ্বিন।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টেই নতুন কীর্তি গড়লেন ভারতের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। প্রথম ভারতীয় বোলার হিসাবে টেস্ট ক্রিকেটে বাবা এবং ছেলেকে আউট করলেন অশ্বিন।

আরও পড়ুন:- দ্রুত মাঠে ফিরতে চলেছেন ভারতের এই তারকা ক্রিকেটার, খেলবেন এশিয়া কাপেও

এদিন ওয়েস্ট ইন্ডিজের ওপেনার ত্যাগনারাইন চন্দ্রপলকে আউট করেন অশ্বিন। ১২ রান করে অশ্বিনের বলে বোল্ড হয়েছেন ত্যাগনারাইন। এই ত্যাগনারাইন চন্দ্রপল ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার শিবনারাইন চন্দ্রপলের ছেলে। এর আগে শিবনারায়ণ চন্দ্রপলকেও আউট করেছেন অশ্বিন। এদিন ত্যাগনারাইনের উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গে টেস্ট ক্রিকেটে বাবা এবং ছেলেকে আউট করার কৃতি গড়লেন অশ্বিন।

আরও পড়ুন:- ওয়েস্ট ইন্ডিজ সফরের পর ছুটি দ্রাবিড়ের! ভারতের নতুন কোচ হচ্ছেন এই কিংবদন্তি

অশ্বিন ভারতের প্রথম বোলার হিসেবে এই রেকর্ড গড়লেও অতীতে এই রেকর্ড করেছেন আরও চার বোলার। ইংল্যান্ডের ইয়ান বথাম, পাকিস্তানের ওয়াসিম আক্রম, অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক এবং দক্ষিণ আফ্রিকার সিমন হার্মারের এই কৃতিত্ব রয়েছে। স্টার্ক এবং হার্মার আউট করেছেন অশ্বিনের মতোই শিবনারাইন এবং ত্যাগনারাইনকে। বথাম এবং আক্রম আউট করেছিলেন নিউজিল্যান্ডের ল্যান্স কেয়ার্নস এবং তাঁর ছেলে ক্রিস কেয়ার্নসকে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এর ফাইনালে প্রথম একাদশে সুযোগ না পেলেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম একাদশে সুযোগ পেয়ে রবিচন্দ্রন অশ্বিন প্রমাণ করলেন তিনিই এখন পর্যন্ত বিশ্বের অন্যতম সেরা টেস্ট বোলার। এদিন ২৪.৩ ওভার বল করে মাত্র ৬০ রান দিয়ে পাঁচটি উইকেট তুলে নিয়েছেন অশ্বিন। অশ্বিনের এই দাপটে ১৫০ রানেই শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে কোন উইকেট না হারিয়ে ৮০ রান তুলেছে ভারত।