ওয়েস্ট ইন্ডিজে সেরাটাই দিয়েছেন! জানুন ফেলে আসা ম্যাচে অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার কীর্তি

যশস্বী জয়সওয়ালের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজ (West Indies) সফরে দুর্দান্ত ফর্মে আছেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। বর্তমানে তিনিও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টিম ইন্ডিয়ার একটি অংশ, আর বিপক্ষ দলকে কাবু করতে শুরু থেকেই তিনি দারুণ লিড নিয়েছেন। এই ম্যাচে তাঁর সাথে জুটি বেঁধে বিপক্ষ দলকে বিপাকে ফেলেছেন ভারতের আরেক ক্রিকেট তারকা রবিচন্দ্রন অশ্বিন।

আরো পড়ুনঃ বাইশ গজে ফিরছেন কেকেআর ক্রিকেট তারকা! তবে কি এই ম্যাচের মাধ্যমেই আয়ারল্যান্ডে সফরে যাবেন রিঙ্কু সিং

অন্যদিকে ভারতীয় বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানে গুটিয়ে যায়।  অন্যদিকে রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়ালের জুটিতেও জমে ওঠে চলতি ওয়েস্ট ইন্ডিজ সফর। যেখানে জয়সওয়াল ৩৫০ বলে প্রায় ১৪টি চার মেরে ১৪৩ রানের রেকর্ড গড়েছেন। তিনিই ১৭তম ভারতীয় ব্যাটার যিনি অভিষেক টেস্টে শতরান করলেন।  একই সময় ভারতের অধিনায়ক রোহিত শর্মা ২২১ বলে ১০৩ রানের সেঞ্চুরি করেছেন।

Ravindra Jadeja match

এবার আসা যাক টিম ইন্ডিয়ার অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) র কথায়। তিনি এখনো পর্যন্ত মোট ১২০টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন। প্রায় ৩৫টি হাফ সেঞ্চুরি এবং ১২টি সেঞ্চুরি মেরে তিনি ৪৫.৩৪ এর গড়ে ৬৮০২ রান করেছেন। অন্যদিকে বোলিং করতে গিয়ে ২৩.৩৯ গড়ে ৪৮৭ উইকেট নিয়েছেন। ২০০৬ সালে  অভিষেক করা এই ক্রিকেটার আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলেছেন। এরমধ্যে ২০১২ সালের সৌরাষ্ট্র এবং রেলওয়ের মধ্যে রঞ্জি ট্রফির একটি ম্যাচ আলোচনায় আছে।

আরো পড়ুনঃ আইসিসির বার্ষিক আয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডে লক্ষ্মীলাভ! তবে কি আয়ের মূল অংশই পাচ্ছে বিসিসিআই ?

সেখানে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন সৌরাষ্ট্রের অধিনায়ক জয়দেব শাহ। কিন্তু এরপরেই ভারতের এই তারকা ক্রিকেটার সৌরাষ্ট্রের বিপক্ষে ৩৩১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। সেই ম্যাচে ৭টি ছক্কা এবং ২৯টি চার মেরে আজও ভারতীয় ক্রিকেট ভক্তদের মনে রয়ে গেছেন। তাই এই ম্যাচেও যে তিনি নতুন চমক আনবেন না এ কথাও অস্বীকার করার নয়।