মাত্র দুটি ম্যাচ খেলেই বিশ্রাম, বিরাট-রোহিতের উপর রেগে লাল নেটিজেনরা

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এর ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারার পর দেশে ফিরে পুরো একমাস ছুটি পেয়েছিল ভারতীয় ক্রিকেটাররা। একমাস কোন ম্যাচ খেলেনি ভারতীয় ক্রিকেটাররা। একমাস ছুটির পর ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে প্রথমে দুই ম্যাচের টেস্ট সিরিজ এবং তারপর ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছে ভারত (India) ও ওয়েস্ট ইন্ডিজ (West Indies)।

দুই ম্যাচের টেস্ট সিরিজের পর প্রথম ওয়ানডে ম্যাচে ব্যাটিং করতে হয়নি বিরাট কোহলিকে (Virat Kohli), মাত্র কয়েক ওভার ব্যাটিং করেছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। আর তারপরই দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট এবং রোহিত কে।

আরও পড়ুন:- খুব শীঘ্রই ভারতের জামাই হচ্ছেন এই পাক পেসার, বিয়ে করবেন বলিউড অভিনেত্রীকে

এবার বিশ্রাম নেওয়া নিয়ে সমালোচনার মুখে পড়তে হল ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে। নেটিজেনদের একাংশের মতে, ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে পর্যাপ্ত বিশ্রাম পেয়েছে ভারতীয় দল। এই বছর ওয়ানডে বিশ্বকাপের মতো টুর্নামেন্ট রয়েছে তার সত্বেও কেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বিশ্রাম নিতে হল বিরাট, রোহিতকে।

আরও পড়ুন:- দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ভারতকে গোহারা করল ওয়েস্ট ইন্ডিজ, ব্যর্থ বিরাট-রোহিতহীন ভারত

এক ক্রিকেট ভক্ত সরাসরি ভারতীয় ক্রিকেট বোর্ডকে প্রশ্ন করেছেন বলেছেন, ” আইপিএলের পর ঠিকমতো ওয়ানডে ম্যাচ খেলেনি ভারতীয় দল। এই মুহূর্তে খুব একটা ভালো ছন্দেও নেই বিরাট কোহলি, রোহিত শর্মা। তা সত্ত্বেও যেন বিশ্বকাপের বছরে তাদেরকে বিশ্রাম দেওয়া হচ্ছে। এই বছর ওয়ানডে বিশ্বকাপ থাকার সত্বেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ না খেলে টি-টোয়েন্টি সিরিজ খেলার কোন যুক্তিই নেই।”

অপর এক ভক্ত লিখেছেন, “ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের পর পাঁচ ম্যাচের টি২০ সিরিজ খেলবে ভারত। সেই দলেও রাখা হয়নি বিরাট, রোহিতকে অর্থাৎ সেই সিরিজেও বিশ্রাম পাবে তারা সত্ত্বেও কেন দুটি টেস্ট খেলার পর বিশ্রাম দেওয়া হল বিরাট, রোহিতদের?”

দ্বিতীয় ওয়ানডে ম্যাচে দুর্বল ওয়েস্ট ইন্ডিজের কাছে ৬ উইকেটে হারতে হয়েছে ভারতকে। এই ম্যাচে প্রথমে ব্যাট করে ১৮১ রান তোলে ভারত। জবাবে ব্যাট করতে নেমে চার উইকেট হারিয়ে ৪০ ওভারেই সেই রান তুলে নেয় বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে না পারা ওয়েস্ট ইন্ডিজ দল।