শুরু হয়েছে ভারত (India) এবং আয়ারল্যান্ডের (Ireland) মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তিন ম্যাচে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জিতে ইতিমধ্যেই সিরিজে এগিয়ে গিয়েছিল ভারত (India)। রবিবার দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং আয়ারল্যান্ড।
A win by 33 runs in the 2nd T20I in Dublin 👏#TeamIndia go 2⃣-0⃣ up in the series!
Scorecard ▶️ https://t.co/vLHHA69lGg #TeamIndia | #IREvIND pic.twitter.com/TpIlDNKOpb
— BCCI (@BCCI) August 20, 2023
এই ম্যাচে টসে জিতে ভারতকে প্রথমে ব্যাটিং করতে পাঠায় আয়ারল্যান্ড। প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালোই করেছিল ভারতের তুই ওপেনার রতুরাজ গায়কোয়াড এবং যশশ্বী জয়সওয়াল। এদিন শুরু থেকে আগ্রাসী মেজাজে ব্যাটিং করতে থাকেন যশস্বী কিন্তু ১১ বলে ১৮ রান করে তিনি আউট হয়ে যান।
প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও ব্যাট হাতে ব্যর্থ হন ওয়েস্ট ইন্ডিজ সফরে দুর্দান্ত পারফরমেন্স করা তিলক বর্মা। দু বলে এক রান করে আউট হয়ে যান তিনি। পরপর দুই উইকেট হারালেও ভারতের ইনিংস এগিয়ে নিয়ে যান রতুরাজ গায়কোয়াড এবং সঞ্জু স্যামসন। ৫৮ রান করেন রতুরাজ গায়কোয়াড এবং সঞ্জু স্যামসন করেন ৪০ রান।
বৃষ্টির কারণে প্রথম ম্যাচে ব্যাট করার সুযোগ না পেলেও দ্বিতীয় ম্যাচে ব্যাট করার সুযোগ আসে রিঙ্কু সিং এর কাছে। সুযোগ পেয়েই দুর্দান্ত পারফরমেন্স করে দেখালেন রিঙ্কু সিং। আইপিএলে ভালো পারফরমেন্স করার সুবাদে ভারতীয় দলে জায়গা পেয়েছেন রিঙ্কু। এদিন আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২১ বলে ৩৮ রান করে অপরাজিত থাকলেন রিঙ্কু। শিবম দুবে করেন ১৬ বলে ২২ রান। নির্ধারিত কুড়ি ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৮৫ রান করে ভারত।
For his crucial and entertaining knock down the order, Rinku Singh receives the Player of the Match award 👏👏#TeamIndia complete a 33-run victory in Dublin 🙌
Scorecard ▶️ https://t.co/vLHHA69lGg#IREvIND | @rinkusingh235 pic.twitter.com/OhxKiC7c3h
— BCCI (@BCCI) August 20, 2023
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল আয়ারল্যান্ড। তৃতীয় ওভারে প্রসিদ্ধ বল করতে এসেই জোড়া ঝটকা দেন আয়ারল্যান্ডকে। তবে দুর্দান্ত ব্যাটিং করেন অ্যান্ডি বালবির্নি। ৫১ বলে ৭২ রানের ইনিংস খেলেন তিনি। তার এই ইনিংসটি সাজানো ছিল পাঁচটি চার এবং চারটি ছক্কা দিয়ে। আয়ারল্যান্ডের ইনিংস শেষ হয়ে যায় ১৫২ রানে। দুর্দান্ত ব্যাটিং করে ম্যাচের সেরা পুরস্কার জিতে নিয়েছেন রিঙ্কু সিং।