আইপিএলে দীর্ঘদিন ধরে ভালো পারফরমেন্স করে আসছেন রাজস্থান রয়েলসের অধিনায়ক সঞ্জু স্যামসন (Sanju Samson)। আইপিএলে পারফরমেন্স করার নিরিখে একাধিকবার জাতীয় দলে সুযোগ পেয়েছেন সঞ্জু কিন্তু ভারতীয় দলের সুযোগ পেয়ে চূড়ান্ত ব্যর্থ হয়েছে সঞ্জু। আইপিএলে ভালো পারফরমেন্স করলেও যখনই ভারতীয় দলে সুযোগ পান তখনই ব্যর্থ হন তিনি।
সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে সুযোগ দেওয়া হয়েছিল সঞ্জু স্যামসনকে। তিনটি টি-টোয়েন্টি ম্যাচে তাকে খেলানো হয়েছিল। কিন্তু একটি ম্যাচেও তিনি বড় রান করতে পারেননি। এই সিরিজের তিনটি ম্যাচে সুযোগ পান সঞ্জু স্যামসন। করেছেন মাত্র ৩২ রান, গড় ১০.৬২। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে হারতে হয়েছে ভারতকে। ভারতের এই হারের দায় পুরোপুরি ভাবে দলের ব্যাটসম্যানদের। সেখানে সঞ্জুর এমন পারফরমেন্স খুবই হতাশাজনক।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সঞ্জুর এমন হতাশা জনক পারফরমেন্স এর পরই প্রশ্ন উঠতে শুরু করেছে সঞ্জু কি আধেও ভারতীয় দলে সুযোগ পাওয়ার যোগ্য? এবার এই বিষয়ের মতামত রাখলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার অভিষেক নায়ার।
এবার আইপিএলে ব্যাট হাতে দুর্দান্ত পারফমেন্স করেছেন কলকাতা নাইট রাইডার্স এর তরুণ ব্যাটার রিঙ্কু সিং। গুজরাট টাইটান্স এর বিরুদ্ধে শেষ পাঁচ বলে পাঁচটি ছক্কা মেরে কেকেআরকে ম্যাচ জিতিয়েছিলেন তিনি। অভিষেক নায়ারের মতে ভারতীয় দলের ছয় নম্বরে সঞ্জু স্যামসনের পরিবর্তে রিঙ্কু সিংকে খেলানো উচিত।
এদিন অভিষেক নায়ার বলেন, ” ৬ নম্বর পজিশনে সঞ্জু এর আগে কখনই খেলেনি, আর সেই কারণে তিনি ব্যর্থ হয়েছেন। সঞ্জু একজন দুর্দান্ত ক্রিকেটার, ওকে আরও সুযোগ দেওয়া দরকার। আমার মনে হয় ও তিন নম্বরে ব্যাটিং করতে নামলে নিজের সেরাটা উজাড় করে দেবে। ৬ নম্বর পজিশনে সঞ্জুর পরিবর্তে রিঙ্কু সিং কে খেলানো উচিত।”