এশিয়ান গেমসে (Asian Games 2023) ভারতীয় দলে খেলার সুযোগ পেয়েছেন কেকেআর টিমের ক্রিকেট তারকা রিঙ্কু সিং (Rinku Singh)। ক্রিকেটের পাশাপাশি বাস্তব জীবনে কেকেআরখ্যাত এই ক্রিকেট তারকা অত্যন্ত সাধারণ, কারণ তিনি একটি সাধারণ পরিবার থেকেই উঠে এসেছেন। সম্প্রতি তিনি একটি সাক্ষাৎকারে নিজের বিষয়ে নানা অজানা কথা তুলে ধরেছিলেন।
আরো পড়ুনঃ ভারতের মুসলিমরা পাকিস্তানকে সমর্থন করবে! বিশ্বকাপের আগে ভারতকে চাপে ফেলল পাক তারকা
সেখানে অনুদান দেওয়া এবং ক্রিকেট প্রশিক্ষণরত দুঃস্থ বাচ্চাদের জন্য হোস্টেল বানানো প্রসঙ্গে তিনি বলেন, “আমি নিজে অত্যন্ত গরীব পরিবার থেকে এই ফিল্ডে এসেছি। তাই নিজের সাধ্যমত সেইসব গরীব ছেলেদের সাহায্য করার জন্য কিছু করার চেষ্টা করছি। আমি এই বিষয়টায় নিজের অর্থনৈতিক খরচের দিক নিয়ে কোনও মন্তব্য করতে চাই না। একদিন তো সবাইকেই এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তাহলে এখন যে টাকা রোজগার করছি সেই টাকা কেন শুধু নিজের কাছেই সীমাবদ্ধ রাখবো?”
এছাড়াও ক্রিকেট প্রসঙ্গে কিছুদিন আগেই যখন ভারতীয় দলে তাঁকে সুযোগ না দেওয়া নিয়ে ক্রিকেট ভক্তদের মধ্যে ক্ষোভ বাড়ছিলো তখন একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, “ভারতের হয়ে খেলার জন্য পুরোপুরি ভাবে আমি প্রস্তুত, ভারতের হয়ে খেলা যদি ভাগ্যে লেখা থাকে তাহলে হবে। তাও আমি এসব নিয়ে এতো ভাবছি না।”
প্রসঙ্গত, রিঙ্কু সিং (Rinku Singh) প্রথম শ্ৰেণীর ক্রিকেটে ৫৮ গড়ে ৩,০০৮ রান তুলেছেন। একাধিক ঘরোয়া ম্যাচ ছাড়াও চলতি বছরের আইপিএলে প্রায় ১৪ টি ম্যাচ খেলেছেন। তাঁর গড় ছিল ৬০ এবং তার স্ট্রাইক রেট ছিল ১৫০, সব মিলিয়ে তিনি ৪৭৪ রান তুলেছেন। তাই ওয়েস্ট ইন্ডিজ সফরে সুযোগ না মেলার পরেও এশিয়ান গেমসে তাঁর আগমন একটু হলেও ক্রিকেট প্রেমীদের স্বস্তি দিয়েছে।