T20 তে নিজের ব্যাটিং নিয়ে সরব ঋষভ পন্থ, বললেন এই পজিশনে ব্যাটিং করতে পছন্দ করেন

দীর্ঘদিন ধরে অফ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দলের উইকেট রক্ষক ব্যাটার ঋষভ পন্থ (Rishab Pant)। দীর্ঘদিন ধরে খারাপ পারফরম্যান্স এর কারনে ভারতীয় দলে পন্থের জায়গা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। টেস্টে ঋষভ পন্থ (Rishab Pant) ভালো পারফরম্যান্স করলেও সীমিত ওভারের ক্রিকেটে তার পারফরম্যান্স আহামরি কিছু নয়।

টিটোয়েন্টি বিশ্বকাপের আগে থেকেই খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছে ঋষভ পন্থ (Rishab Pant)। খারাপ ফর্মের কারনে বিশ্বকাপেও প্রথম একাদশে ঠিকঠাক জায়গা হয়নি পন্থের। দুটি ম্যাচে সুযোগ পেলেও ব্যাট হাতে রান পান নি পন্থ। গত ১৯ টি আন্তর্জাতিক টিটোয়েন্টি ম্যাচে ঋষভ পন্থের ব্যাটে একটিও সেঞ্চুরি আসেনি।

ভারতীয় টিম ম্যানেজমেন্ট ঋষভ পন্থকে (Rishab Pant) টিটোয়েন্টি ফরম্যাটে ফিনিশারের ভূমিকায় দেখতে চেয়েছিল। কিন্তু শেষের দিকে লাগাতার ফ্লপ হওয়ার হওয়ার কারণে পন্থের কেরিয়ার বাঁচাতে তাকে দিয়ে ওপেনিং করানোর সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট। অপরদিকে ঋষভ পন্থ নিজেও দাবি করেন তিনি টিটোয়েন্টি ফরম্যাটে ওপেন করতে চান।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওপেন করে পন্থ। কিন্তু ওপেন করতে এসেও চূড়ান্ত ফ্লপ হয় পন্থ। প্ৰথম টিটোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওপেন করতে নেমে মাত্র ৬ রানে আউট হয়ে যায় ঋষভ পন্থ। দ্বিতীয় ম্যাচে করেন ১১ রান।

কয়েক মাস আগে ঋষভ পন্থ বলেন, “আমার বয়স ২৫ বছর। আমি ভারতীয় দল অনুযায়ী ব্যাটিং করছি কিন্তু আমি টিটোয়েন্টি ফরম্যাটে ওপেন করতে চাই।”
লাগাতার ফ্লপ হওয়ার সত্ত্বেও ঋষভ পন্থকে সুযোগ দেওয়ার কারনে ভারতীয় টিম ম্যানেজমেন্ট এর সমালোচনা করা হচ্ছে। অপরদিকে ভালো খেলেও সুযোগ পাচ্ছেন না সঞ্জু স্যামসন।