ভারতের ঘরোয়া ক্রিকেটের মধ্যে বিজয় হাজারে ট্রফি বিখ্যাত। এখানে খেলোয়ারদের অনেক প্রতিভা ফুটে ওঠে। সম্প্রতি, আহমেদাবাদ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিজয় হাজারে ট্রফির দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে (Vijay Hazare Trophy quarte final) মুখোমুখি হয়েছে মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশ (Maharashtra vs Uttar Pradesh)। এই ম্যাচে টস হেরে মহারাষ্ট্র প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৩০ রান তোলেন।
আর এই ম্যাচেই মহারাষ্ট্রের হয়ে বিশ্বরেকর্ড করে ফেললেন ভারতের তরুণ ওপেনার রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। তিনি এই ম্যাচে ১৫৯ বলে অপরাজিত ২২০ রানের ইনিংস খেলেন। এই ম্যাচে ঋতুরাজের ইনিংস যে কতটা বিস্ফোরক ছিল তা মুখে ব্যাখ্যা করা দুষ্কর। তিনি বিজয় হাজারে ট্রফিতে মহারাষ্ট্র দলের অধিনায়ক।
ঋতুরাজ গায়কোয়াডের রেকর্ড :-
রুতুরাজ তাঁর ক্রিকেট কেরিয়ারের প্রথম ২০০ রানের ইনিংস খেললেন। যেখানে রুতুরাজ ম্যাচের শেষ ওভারেই মারেন ৭টি ছয়। এই ইনিংসের উত্তরপ্রদেশের বাঁ-হাতি স্পিনার শিবা সিংকে টার্গেট বানিয়ে ফেলেন তিনি। এদিকে শিবা তাঁর ওভারে একটি নো বল করে বসেন। যার কারনে তাকে ৭টি বল ডেলিভারি দিতে হয়। অন্যদিকে, ঋতুরাজ তার করা ৭টি বলই পাঠান হাওয়ার মাধ্যমে বাউন্ডারীর বাইরে। অর্থাৎ এক ওভারে সাতটি ছক্কা (1 over 7 six), যা একটি বিশ্ব রেকর্ড। যেখানে তিনি এক ওভারেই ব্যক্তিগত ৪৩ রান করেন।
ক্রিকেট ইতিহাস বলছে, ক্রিকেটে অনেক কিংবদন্তি রয়েছে যারা অনেকেই ছয় বলে ছয়টি ছক্কা মেরেছেন। এর আগে রবি শাস্ত্রী, হার্শেল গিবস, যুবরাজ সিং, রোজ হুইটলে, লিও কার্টার, কাইরন পোলার্ড এদের মত কিংবদন্তিরা অনেকেই ৬ বলে ৬ ছক্কা (6 Ball 6 Six) হাকিয়েছেন। কিন্তু জানেন কি ঋতুরাজ গায়কয়ডের এই রেকর্ড এর আগেও আরএক ব্যাটসম্যান রেকর্ড করেছিলেন। আসুন জানা যাক
ঋতুরাজ গাইকোয়ডের এই রেকর্ড আগেই ভাঙা হয়েছে :-
এই দিন ম্যাচে ঋতুরাজ গায়কোয়ড একটি নো বল পেয়ে এক ওভারে সাতটি ছক্কা মারলেও, এর আগে আরেক বিস্ফোরক ব্যাটসম্যান যিনি ১ ওভারে ৮ টি ছক্কা (1 Over 8 Six) হাঁকিয়েছিলেন। হ্যাঁ, প্রথম শ্রেণীর ম্যাচে আছে এই রেকর্ড। আপনারা নিশ্চয়ই ভাবছেন কে সেই ব্যাটসম্যান। তাহলে আসুন আমরা আপনাকে বলি, তিনি হলেন নিউজিল্যান্ডের লি জার্মনের। যিনি ওয়েলিংটনে শেল ট্রফিতে এই কীর্তি করেছিলেন তিনি।
এক ওভারে সর্বোচ্চ রান নেয়ার তালিকা:-
ব্রেট হ্যাম্পটন:- জো কার্টার দলের হয়ে, ১ ওভারে ৪৩ রান, ২০১৮-১৯ সালে।
রুতুরাজ গায়কওয়াড়:- মহারাষ্ট্র দলের হয়ে ৪৩ রান, আহমেদাবাদ স্টেডিয়াম, ২০২২-২৩ সালে।
শেখ জামাল:- এলটন চিগুম্বুরা দলের হয়ে ৩৯ রান, ঢাকা স্টেডিয়াম, ২০১৩-১৪ সালে।
জেপি ডুমিনি:- কেপ কোবরাস দলের হয়ে, ৩৭ রান, কেপ টাউন স্টেডিয়ামে ২০১৭-১৮ সালে।
হার্শেল গিবস:- এক ওভারে 36 রান, ২০০৬-৭ সালে।