পরপর তিনবার ভুল! নিজেকে সামলে রাখতে না পেরে দীনেশ কার্তিকের সাথে মাঠের মধ্যেই রোহিত শর্মা করে বসলেন এই কান্ড

মহালিতে ভারত এবং অস্ট্রেলিয়ার তিন টি-টোয়েন্টি ম্যাচের প্রথম ম্যাচটি মঙ্গলবার অনুষ্ঠিত হলো। ভারতীয় টিম টসে হেরে প্রথম ব্যাট করে ২০৮ রানের এক বিশাল লক্ষ্য দাঁড় করায় অস্ট্রেলিয়ার জন্য। তাসত্ত্বেও ভারত এই স্কোর রক্ষা করতে পারেনি। অস্ট্রেলিয়া দুর্দান্ত

 

ব্যাটিংয়ে ভারতীয় দলের বোলারদের কোমর ভেঙে দেয়। প্রথম থেকে ভারত চেষ্টা করছিল কিভাবে উইকেট নেওয়া যায়। আর সেটা রোহিত শর্মার চোখে মুখে খুব ভালোভাবে বোঝা যাচ্ছিল। ম্যাচ চলাকলিন একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করা যায় রোহিত শর্মা দীনেশ কার্তিকের উপর বারবার রেগে যাচ্ছিল।

https://twitter.com/rahulboredom/status/1572269206384816130?t=MViZYH6pmPhQY0-96ho9zw&s=08

আসলে অক্ষর প্যাটেল খুব জলদি অধিনায়ক অ্যারন ফিঞ্চের উইকেট তুলে নেন। এরপরেই স্টিভ স্মিথকে জালে জড়ান যুজবেন্দ্র চাহাল। চাহালের বলে মিডিল স্টাম্পে যাওয়া বল পায়ে লাগে স্টিভ স্মিথের। কিন্তু দীনেশ কার্তিক এলপিডব্লিউ জন্য অ্যাম্পিয়ার এর কাছে আবেদন করেনি।

 

তারপর উমেশ যাদবের ওভারে দুইবার ব্যাটে লাগলেও আবেদন করেনি দীনেশ কার্তিক। কিন্তু রোহিত শর্মা দীনেশ কার্তিকের দিকে না তাকিয়েই দুইবার ডিআরএস নেয়। এবং দুবারই সফলতা পায়। একের পর এক দীনেশ কার্তিকের ভুলের জন্য রোহিত শর্মা তার ওপর রেগে যায় এবং তার ঘাড় চেপে ধরে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও এবং ছবিতে দেখা যাচ্ছে, রোহিত উইকেটরক্ষক কার্তিকের ঘাড় ধরে জোরে জোরে নাড়াচ্ছেন এবং চিৎকারও করছেন। কার্তিককে হুমকি দেওয়ার ভিডিও সামনে আসার পর, ভক্তরাও রোহিতের সমালোচনা করছেন এবং তাকে বলছেন তার লজ্জা হওয়া দরকার। এইরকম ব্যবহার কোন সিনিয়র প্লেয়ারের সাথে করা উচিত না