কিংবদন্তি সচিনের রেকর্ড ভেঙে দিলেন রোহিত, পারলেন না বিরাটকে ছুঁতে

এশিয়া কাপের সুপারফোরে পাকিস্তানের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। এই নিয়ে ওয়ানডে ক্রিকেটে ৪৭ তম সেঞ্চুরি হয়ে গেল বিরাট কোহলির। তিনি ভেঙে দিয়েছেন একাধিক বিশ্ব রেকর্ড।

বিশ্বের দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে ৪৭ তম সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। সেই সঙ্গে শচীনের ওয়ানডে ক্রিকেটে ৪৯ টি সেঞ্চুরির রেকর্ডের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছেন বিরাট। এছাড়াও দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ১৩০০০ রান করার রেকর্ড করেছেন বিরাট কোহলি।

এবার এশিয়া কাপের সুপারফোরে শ্রীলংকার বিরুদ্ধে ম্যাচে খেলতে নেমে বেশ কিছু রেকর্ড করলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

এদিন শ্রীলংকার বিরুদ্ধে ২২ তম রান করার সঙ্গে সঙ্গে ওয়ানডে ক্রিকেটে বিশেষ রেকর্ড করলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ওয়ানডে ক্যারিয়ারে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন হিটম্যান। ষষ্ঠ ভারতীয় হিসেবে তিনি এই কৃতিত্ব অর্জন করেছেন। ভারতীয়দের মধ্যে দ্বিতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসেবে এই রেকর্ডটি করলেন রোহিত। ২৪১তম ইনিংসে তিনি ১০ হাজার রান পূর্ণ করলেও তার চেয়ে এগিয়ে আছেন শুধু বিরাট কোহলি। কোহলি ২০৫ টি ইনিংসে এই রেকর্ড গড়েছিলেন।

সচিন টেন্ডুলকার ২৫৯ ইনিংসে ১০,০০০ রান করেছিলেন। এই তালিকায় চার নম্বরে রয়েছেন সৌরভ গাঙ্গুলি। সাবেক এই অধিনায়ক ২৬৩ ইনিংসে ১০ হাজারি ক্লাবে পৌঁছেছিলেন। এই ম্যাচের ছক্কা মেরে নিজের ওয়ানডে ক্যারিয়ারে ১০,০০০ রান পূর্ণ করেন রোহিত শর্মা।