আজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে নামছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ জিতে ইতিমধ্যেই সিরিজে ১-০ ফলাফলে এগিয়ে গিয়েছে রোহিত শর্মারা (Rohit Sharma)। এই ম্যাচে রোহিতদের কাছে সুযোগ রয়েছে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার। অপরদিকে এই ম্যাচ জিতে সিরিজ ড্র করতে মরিয়া ক্যারিবিয়ানরা।
— BCCI (@BCCI) July 20, 2023
প্রথম টেস্ট ম্যাচে রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়ালের জোড়া সেঞ্চুরি অপরদিকে রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার দুরন্ত ব্যাটিংয়ের সুবাদে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস এবং ১৪১ রানের বিরাট ব্যবধানে হারিয়ে দিয়েছে ভারত।
আরও পড়ুন:- অ্যাশেজের চতুর্থ টেস্টে বিশ্বরেকর্ড ব্রডের, দ্বিতীয় ফাস্ট বোলার হিসেবে গড়লেন এই রেকর্ড
আজকের ম্যাচে ভারতের প্রথম একাদশে বেশ কিছু পরিবর্তন ঘটতে পারে। সুযোগ পেতে পারেন রুতুরাজ গায়কোয়াড। এছাড়াও গত ম্যাচে সেভাবে পারফরম্যান্স করতে পারেনি জয়দেব উনাদকাড। তার পরিবর্তে দলে আসতে পারেন মুকেশ কুমার। স্পিন সহায়ক পিচ হলে অক্ষর প্যাটেলেরও প্ৰথম একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন:- যুব এশিয়া কাপে পাকিস্তানকে গোহারা করল ভারত, দুরন্ত শতরান সুদর্শনের
এক নজরে দেখে নেওয়া যাক আজকের ম্যাচে দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ:-
ভারত:- রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে/ রুতুরাজ গায়কোয়াড, রবীন্দ্র জাদেজা, ইশান কিষাণ, রবিচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর/ নবদীপ সাইনি, জয়দেব উনাদকাট/ মুকেশ কুমার, মোহাম্মদ সিরাজ।
— BCCI (@BCCI) July 20, 2023
ওয়েস্ট ইন্ডিজ:- ক্রেইগ ব্র্যাথওয়েট, ট্যাগেনারিন চন্দরপল, কার্ক ম্যাকেঞ্জি, অ্যালিক অ্যাথানাজে, জারমাইন ব্ল্যাকউড, জোশুয়া দা সিলভা, জেসন হোল্ডার, কেভিন সিনক্লেয়ার/ রাহকিম কর্নওয়াল, আলজারি জোসেফ, কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েল।