এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথমে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে ভারত (India)। এই টেস্ট সিরিজ চলাকালীনই ভারতীয় দলের তরুণ উইকেট রক্ষক ব্যাটার ঈশান কিষানের (Ishan Kishan) জন্মদিন পালিত হয় ভারতীয় সাজঘরে। সেই সময় ভারত অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma) প্রশ্ন করা হয় জন্মদিনে তিনি ঈশানকে কি উপহার দিলেন? জবাবে রোহিত বলেন, “ঈশানের কাছে সবই আছে। ওর উচিত একটা শতরান করে আমাদের উপহার দেওয়া।”
Innings Break!
Superb show with the ball from #TeamIndia to bowl out West Indies for 255 👌 👌
5⃣ wickets for @mdsirajofficial
2⃣ wickets each for @imjadeja & Mukesh Kumar
1⃣ wicket for @ashwinravi99Scorecard ▶️ https://t.co/d6oETzoH1Z#WIvIND pic.twitter.com/NCeJU3SK6p
— BCCI (@BCCI) July 23, 2023
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে হঠাৎ করে ঈশানকে চার নম্বরে ব্যাটিং করতে পাঠায় রোহিত শর্মা (Rohit Sharma)। অর্থাৎ বিরাট কোহলি দীর্ঘদিন ধরে যে পজিশনে ব্যাটিং করে আসছে সেই পজিশনে বিরাটের পরিবর্তে ঈশান কিষানকে ব্যাটিং করতে পাঠায় রোহিত শর্মা (Rohit Sharma)।
চার নম্বরে ব্যাটিং করতে নেমেছেন ঈশান কিসান সেঞ্চুরি করতে না পারলেও এদিন ঝোড়ো ইনিংস খেলেন তিনি। মাত্র ৩৩ বলে নিজের টেস্ট অর্ধ শতরান পূর্ণ করেন ঈশান।
আরও পড়ুন:- বড় শাস্তির মুখে হরমনপ্রিত! নির্বাসিত হতে চলেছেন এশিয়ান গেমসের একাধিক ম্যাচে
এই ম্যাচে ঈশান কিষান ৪ নম্বরে নেমে অর্ধ শতরান করার পরই রোহিত শর্মার সিদ্ধান্ত নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়েছে ভারতীয় ক্রিকেটে। রোহিত শর্মার এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন অনেকেই। ভারতীয় ক্রিকেট ভক্তদের একাংশ দাবি করছে বিরাট কোহলির টেস্ট ক্যারিয়ার শেষ করার জন্যই বিরাটের জায়গায় চার নম্বরে ব্যাটিং করতে পাঠানো হয়েছিল ঈশান কিষানকে।
Hey Rishabh Pant – Ishan Kishan thanks you 😊#TeamIndia | #WIvIND | @RishabhPant17 | @ishankishan51 | @windiescricket pic.twitter.com/hH6WxxJskz
— BCCI (@BCCI) July 24, 2023
কিন্তু আসল ঘটনা হল চতুর্থ দিনের একেবারে শেষ মুহূর্তে বিরাটের পরিবর্তে ঈশানকে নামিয়ে দ্রুত রান তোলার পরামর্শ দিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ঈশান যাতে ক্রিজে নেমে দ্রুত বেশ কিছু রান তুলে নিতে পারে এবং তারপর ইনিংস ডিক্লেয়ার করার পরিকল্পনা ছিল ভারতের। সেই কারণে বিরাটের অনুমতি নিয়েই ঈশান কিসানকে চার নম্বর পজিশনে ব্যাটিং করতে পাঠিয়েছিল অধিনায়ক রোহিত শর্মা।