এশিয়া কাপ ২০২২ ২৭ শে আগস্ট থেকে শুরু হতে চলেছে। তবে ভারতীয় দলের প্রথম ম্যাচ ২৮শে আগস্ট। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে এই ম্যাচে জয়লাভ করে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের বদলা নিতে চাই টিম ইন্ডিয়া । এই ম্যাচে ভারতীয় দলের ক্রিকেট ভক্তরা বিরাট কোহলি ও রোহিত শর্মার থেকে একটা বড় ইনিংস আশা রাখবে।
তবে সবথেকে দেখার বিষয় যেটা এই প্রথমবার এশিয়া কাপে পদার্পণ করতে চলেছে টি২০ ব্যাটসম্যান স্পেশালিস্ট সূর্যকুমার যাদব। এইবার এশিয়া কাপে সূর্য কুমার যাদবের বড়ো ভুমিকা থাকবে বলে মনে করছে ক্রিকেট মহল।
অন্যদিকে বিরাট এবং রোহিত এশিয়া কাপে সর্বোচ্চ রান সংগ্রাহক ভারতীয় ব্যাটসম্যান হিসেবে নিজেদের নাম নথিভুক্ত করেছেন। ভারতীয় ব্যাটসম্যান হিসেবে এই তালিকা শীর্ষে রয়েছে মাস্টারব্লাস্টার শচীন টেন্ডুলকার।
ভারতের হয়ে এশিয়া কাপে সব থেকে বেশি রান করার রেকর্ড রয়েছে শচীন টেন্ডুলকারের নামে। ২১ ইনিংসে তিনি ৯৭১ রান করেছেন। তবে রোহিত শর্মা এবার এশিয়া কাপে মাত্র ২৫ রান করলেই ভারতীয় হিসাবে এশিয়া কাপে সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন। এশিয়া কাপে রোহিতের মোট রান রয়েছে ৮৮৩। ১১৭ রান করলে তিনি এশিয়া কাপে তার ১০০০ রান পূর্ণ করবেন।
এশিয়া কাপে সর্বোচ্চ রান অনুসারে ব্যাটসম্যানদের গড় রান সংখ্যা হলো
সচিন টেন্ডুলকার এশিয়া কাপে ৯৭১ রান করেছেন তার গড় রান ৫১.১
রোহিত শর্মার গড় রান রেট ৮৮৩ রান গড়ে ৪৪.৪
বিরাট কোহলি গড় রান রেট ৭৬৬ রান গড়ে৬৩.৮৩
মহেন্দ্র সিং ধোনি গড় রান রেট ৬৯০ গড়ে ৬৯
শেখর ধাওয়ান গড় রান রেট ৬১৩ রান গড়ে ৫১.০৮
এশিয়া কাপে ভারতের হয়ে সর্বোচ্চ রান স্কোরারদের মধ্যে মহেন্দ্র সিং ধোনি এবং সচীন টেন্ডুলকার অবসর নিয়েছেন। এবং এশিয়া কাপ এবার টি-টোয়েন্টি ফরমেটে খেলা হচ্ছে বলে শেখর ধাওয়ানের কোন জায়গা হয়নি। তাই রোহিত এবং বিরাটের কাছে বড় সুযোগ রয়েছে সর্বোচ্চ রান সংগ্রহ হিসাবে নিজেদের নাম অন্তর্ভুক্ত করা।