ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (IND VS WI) সফরের প্লেয়িং ইলেভেন বদলের ইঙ্গিত দিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। ডমিনিকায় ভারত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু থেকেই ভালো খেলেছে। প্রথম টেস্টে যশস্বী একাই যা স্কোর করেছে তার জন্য বিশেষ খাটনি করতে হয়নি ভারতীয় দলকে। কিন্তু সামনে দ্বিতীয় টেস্টে হতে পারে বেশ কিছু বদল, আপাতত এমনটাই জানা যাচ্ছে।
ভারতীয় দলের প্রথম ছয় জন খেলোয়াড়কে নিয়ে কোনো সমস্যা নেই তবে পরের পাঁচ জন খেলোয়াড়ের অদল বদল ঘটতে পারে। জানা গিয়েছে বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড়কে বিশ্রাম দেওয়া হতে পারে। ওয়েস্ট ইন্ডিজ সফরে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে রবীন্দ্র জাদেজা ও মোহাম্মদ সিরাজের অনুপস্থিতির কথা জানা গিয়েছে। এমনকি শোনা গিয়েছে মোহাম্মদ সিরাজের জায়গায় মুকেশ কুমার এবং জাদেজার জায়গায় অক্ষর প্যাটেলকেও দলে সুযোগ দেওয়া হতে পারে।
প্রসঙ্গত, প্রথম টেস্টে যশস্বী জয়সওয়াল ১৭১ রান করেন, যেখানে রোহিত শর্মা (Rohit Sharma) ১০৩ রান করেন। ওপেনিং-এ দুই জন মিলে ২২৯ রান করেন। তাই সামনের ম্যাচগুলিতে এই দুই ক্রিকেট তারকাদের নিয়ে ক্রিকেট ভক্তদের অনেক আশা রয়েছে। মূলত যশস্বী যেভাবে একের পর এক ম্যাচ খেলে ওয়েস্ট ইন্ডিজে অভিষেক করেছেন। তারপরেও নয়া রেকর্ড গড়ে যাচ্ছেন। এরপর বিরাট কোহলি ৭৬ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। কিন্তু একটুর জন্য বিরাটের তরফেও সেঞ্চুরি হাতছাড়া হয়ে যায়।
আরো পড়ুনঃ স্ত্রীকে ভুলে এই মার্কিন অভিনেত্রীর সঙ্গে সময় কাটাচ্ছেন যুবরাজ সিং, দেখুন ছবি
অবশ্য সামনে তিনি নিজেও একশো করার টার্গেট নিয়েই মাঠে নামবেন। এছাড়া শুভমান গিল তিনিও নিজের পুরনো ফর্মে ফিরতে চাইছেন। কেননা প্রথম টেস্টে নিজেই খারাপ ফর্মের জন্য সমালোচনার মুখে পড়েছিলেন। এরপর আসা যাক ইশান কিষানের কথায়, তিনিও ভালো ফর্মের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এমনকি অজিঙ্কা রাহানেও সামনের ম্যাচগুলি ভালোভাবে খেলার জন্য রেডি হচ্ছেন।