ভারত (India) বনাম ওয়েস্ট ইন্ডিজের ম্যাচে যশস্বী ছাড়াও এ-ওয়ান ফর্মে আছেন রোহিত শর্মা (Rohit Sharma)। ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম টেস্টে জিতেই কপিল দেব এবং সচিন তেন্দুলকরের রেকর্ডকেও ছাপিয়ে গেলেন ভারতের বর্তমান অধিনায়ক। তবে নিজের এই রেকর্ড বজায় রাখতে বা নয়া রেকর্ড করতে সামনের আরো দুটি ম্যাচে তাঁকে সঠিক ফরম্যাটে খেলতে হবে। যদিও ভারতের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ আছে ওডিআই, নেদারল্যান্ডস সফর, এশিয়ান গেমস।
কিন্তু এশিয়ান গেমসে মূলত তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়া হবে। নতুবা নেদারল্যান্ডস সফর সামলে ওডিআই প্রস্তুতি নেওয়া সম্ভব হবে না ভারতের সিনিয়র ক্রিকেটারদের। দু দিন আগেই বিসিসিআই সূত্রে এশিয়ান গেমসের তালিকা প্রকাশ্যে এসেছিলো যেখানে ভারতীয় দলের অধিনায়কত্বে থাকবেন ঋতুরাজ গায়কওয়াড়। এছাড়াও থাকবেন যশস্বী জয়সওয়াল, রাহুল ত্রিপাঠি, তিলক ভার্মা, রিঙ্কু সিং, জিতেশ শর্মা , শাহবাজ আহমেদ, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আভেশ খান, আরশদীপ সিং, মুকেশ কুমার, শিবম মাভি, শিবম দুবে, প্রভসিমরণ সিং।
তাই চলমান ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ভারতের সিনিয়র ক্রিকেটারদের সব দিক বজায় রেখেই খেলতে হবে। ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ইতিমধ্যেই যশস্বী জয়সওয়ালের সাথে জুটি বেঁধে আলোচনার শীর্ষে এসেছিলেন। ওয়েস্ট ইন্ডিজের মাঠে তিনি যেই ফর্মে খেলছেন, আগামী ম্যাচগুলিতেও সেইভাবেই খেলতে হবে। নয়তো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের স্মৃতি ফের বিপাকে ফেলবে ভারতীয় দলের অধিনায়ককে।
কারণ ডবলুটিসিতে হারের পর তাঁকে যেভাবে অপদস্ত হতে হয়েছে, তা আর নতুন করে বলার নয়। ফিটনেস থেকে শুরু করে খেলার ধরণ সব নিয়েই তাঁকে কটাক্ষ করা হয়েছে। ভারতীয় ক্রিকেট ভক্তদের অনেকেই চেয়েছিলেন তাঁকে দলের অধিনায়কের পদ থেকে সরানো হোক। কিন্তু শেষমেষ তিনি আবার ফর্মে ফিরছেন এটাই সুখবর।