ত্রিনিদাদ টেস্টে ইতিহাস গড়লেন রোহিত শর্মা! জয়াবর্ধনে’কে পিছনে ফেলে নম্বর ১ হয়েছেন এই ক্ষেত্রে

আন্তর্জাতিক ক্রিকেট (International Cricket) ভারতীয় ক্রিকেটারদের (Indian Cricketer) গড়া অনেক রেকর্ড রয়েছে। ক্রিকেটের ইতিহাসে ভারতে’র (India) নাম কয়েক দশক ধরে জ্বলজ্বল করছে। বহু দুর্দান্ত ব্যাটসম্যান এবং অসাধারণ বোলার ছিল বা রয়েছে ইন্ডিয়ান ক্রিকেট দলে। সম্প্রতি সময়ে টেস্ট সিরিজে ব্যস্ত ভারতীয় ক্রিকেট দল। এই টেস্ট ম্যাচ চলাকালীন সময়ে আবারো এক নতুন রেকর্ড গড়লেন এক ভারতীয় ব্যাটসম্যান। ত্রিনিদাদে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের (India Vs West Indies) মধ্যে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ হচ্ছে। রবিবার ম্যাচের চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে টিম ইন্ডিয়া।

এই সময় ব্যাট করতে আসেন রোহিত শর্মা (Rohit Sharma) ও যশস্বী জয়সওয়াল। ম্যাচ চলাকালীন একটি বিশেষ কৃতিত্ব অর্জন করেন রোহিত। তিনি বিশ্বের প্রথম খেলোয়াড় যিনি টেস্ট ফরম্যাটে টানা ৩০টি দুই অঙ্কের স্কোর করেছেন। টানা দুই অঙ্কের স্কোর করার ক্ষেত্রে শ্রীলঙ্কার প্রাক্তন খেলোয়াড় মাহেলা জয়াবর্ধনেকে পেছনে ফেলেছেন রোহিত।

জয়াবর্ধনে টেস্টে টানা ২৯ বার এই কীর্তি করেছিলেন। কিন্তু রোহিত ৩০ বার ডাবল ডিজিট স্কোর করে এক নম্বরে পৌঁছেছেন। মজার ব্যাপার হল, ভারতের দ্বিতীয় ইনিংসে রোহিত ও যশস্বী জয়সওয়াল একটি বিশেষ রেকর্ড গড়েন। যশস্বী-রোহিত জুটি ওপেনার হিসেবে ভারতীয় টেস্ট ইতিহাসে দ্রুততম ৫০ রানের জুটি খেলেছে। ৩৫ বলে ৫০ রান করেন রোহিত-যশস্বী জুটি।

খবর লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৩৮ বল মোকাবেলা করে ৫৬ রান করেন রোহিত শর্মা। তার ইনিংসে ছিল ৫টি চার ও ৩টি ছক্কা। যশস্বী ২২ বলে ৩১ রান করেন। তিনি মারেন ৩টি চার ও একটি ছক্কা। ত্রিনিদাদ টেস্টে ভারত প্রথম ইনিংসে ৪৩৮ রান করেছিল। এরপর দ্বিতীয় ইনিংসে খবর লেখা পর্যন্ত ১০ ওভারে ৯০ রান। প্রথম ইনিংসে ২৫৫ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ দল।