এতদিন পর্যন্ত সমস্ত ধরনের ক্রিকেট মিলিয়ে সেটা ঘরোয়া হোক কিংবা ইন্টারন্যাশনাল ওয়ানডে ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ রানের অধিকারী ছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০২৪ সালে ওয়ানডে ক্রিকেটে এক ইনিংসে ২৬৪ রানের ইনিংস খেলে সারা বিশ্বকে অবাক করে দিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।
২০১৪ সালে ভারত সফর এসেছিল শ্রীলংকা ক্রিকেট দল। সেই সফরের ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল কলকাতার ইডেন গার্ডেন ক্রিকেট স্টেডিয়ামে ১৩ই নভেম্বর। আর সেই ম্যাচে বিধ্বংসী মেজাজে ব্যাটিং করে সারা বিশ্বকে অবাক করে দিয়েছিলেন বর্তমান ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। ১৭৩ বলে ২৬৪ রানের ইনিংস খেলে ওয়ানডে ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ রান করার রেকর্ড গড়েছিলেন রোহিত শর্মা।
এবার রোহিত শর্মার সেই রেকর্ড ভেঙ্গে দিলেন আরেক ভারতীয় ক্রিকেটার। ওয়ানডে ক্রিকেটে এক ইনিংসে ২৭৭ রান করে রোহিত শর্মার রেকর্ড ভেঙে দিলেন তামিলনাড়ুর ব্যাটার নারায়ণ জগদীশন (Narayan Jagadeesan)।
এইদিন বিজয় হাজারে ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু এবং অরুণাচল প্রদেশ। আর এই ম্যাচে তামিলনাড়ুর হয়ে ব্যাটিং করতে নেমে ১৪১ বলে ২৭৭ রানের বিধ্বংসী ইনিংস খেললেন নারায়ণ জগদীশন (Narayan Jagadeesan)। তার এই ইনিংসটি সাজানো ছিল ২৫ চার ও ১৫ ছক্কা দিয়ে। যদিও এটা ভারতের ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ছিল। তবে ওয়ানডে ক্রিকেটে এক ইনিংসে এর আগে এত রান পৃথিবীর কোন ক্রিকেটারই করে নি।
এবারের বিজয় হাজারে ট্রফিতে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন তামিলনাড়ুর এই ডানহাতি ব্যাটসম্যান। এর আগে পাঁচটি ইনিংসে পরপর পাঁচটি সেঞ্চুরি করে তিনি রেকর্ড করেছিলেন। এবার এক ইনিংসে ২৭৭ রানের ইনিংস খেলে রোহিত শর্মার রেকর্ড ভেঙ্গে চুরমার করে দিলেন নারায়ণ জগদীশন।